আন্তর্জাতিক ডেক্সঃ ইউক্রেন-রাশিয়া সংঘাতের জেরে পর্যটন খাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তুরস্ক। তাই, রুশ পর্যটকদের জন্য একটি পৃথক এয়ারলাইন তৈরি করার পরিকল্পনা করছে তুর্কি কর্তৃপক্ষ।
তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তুর্কি সংবাদপত্র সাবাহ লিখেছে, “রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত বৃদ্ধির ফলে তুরস্কের পর্যটন খাতে সমস্যা দেখা দিয়েছে। কারণ উভয় বাজারই ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
নতুন এয়ারলাইনটি তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলে আন্তালিয়া শহরে অবস্থিত হবে বলে জানা গেছে।
এই এয়ারলাইনের সুবাদে অতিরিক্ত ১০ লাখের বেশি রাশিয়ান পর্যটককে তুরস্কে ভ্রমণে উদ্বুদ্ধ করা যাবে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এছাড়াও, রাশিয়ান ট্যুর অপারেটরদের সাথে তুর্কি এয়ারলাইন্স তাদের ফ্লাইটে রাশিয়ান পর্যটকদের জন্য ‘ব্লক’ আসন সংরক্ষণে সম্মত হয়েছে বলেও জানা গেছে।
সূত্র: বিবিসি