নওগাঁ সদর উপজেলায় ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও এনএসআই।
বুধবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন। এঘটনায় মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালাম ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।
এরআগে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মূর্তিটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএনআইয়ের যৌথ অভিযানে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাঁর বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ ছাড়া এঘটনায় জড়িত থাকার অভিযোগে পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, তাঁদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।