ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্ট্রেচারে করে শুটিং স্পটে এলেন নোরা ফাতেহি

বিনোদন ডেক্স : মরক্কান-কানাডিয়ান সুন্দরী নোরা ফাতেহি। একজন নৃত্যশিল্পী। নাচ দিয়ে দর্শকের মনে ঝড় তোলেন তিনি। তার নাচ যতোটা সুন্দর ততোটাই আবেদনময়ী নোরা নিজেও।

বলিউডের আইটেম কুইনের মুকুট বর্তমানে তার কাছে। ‘বাহুবলী’র মনোহারি থেকে শুরু করে ‘সাকি সাকি’ হোক কিংবা ‘দিলবার’ বলিউডের রিমিক্স গানে নেচে বাজিমাত করেছেন নোরা।

এবার ভিন্ন এক রূপে দেখা গেলো নোরাকে। সেজেছেন মৎস্যকন্যা। গত বছর তার চার্টবাস্টার ‘নাচ মেরি রানীর’ অসাধারণ সাফল্যের পর বলিউড ডিভা নোরা ফাতেহি গুরু রান্ধাওয়ার নতুন গান ‘ডান্স মেরি রানি’ দিয়ে দর্শকদের সামনে আসবেন শিগগিরই।

গানের শুটিং হয়েছে গোয়ায়। নোরার প্রতিটি গানেই তার ডেডিকেশন চোখে পরার মতোই। তারই ধারাবাহিকতা রয়েছে নতুন এই গানে।

‘ডান্স মেরি রানীর” শুটিংয়ের জন্য নোরাকে মারমেইড স্যুট (মৎস্যকন্যার) পোশাক পরতে হয়েছিল। পোশাকটির ওজন ছিল ১৫ কেজি। যার ফলে এ পোশাকে সীমাবদ্ধ ছিল চলাফেরা। তিনি নিজে নড়াচড়া করতে পারতেন না। স্ট্রেচার ব্যবহার করতে হয়েছিল তাকে।

দলের বাকি সদস্যরা স্ট্রেচারে করে শুটিং স্পটে নিয়ে যেতেন নোরাকে। ঘণ্টার পর ঘণ্টা পানিতে ডুবে থেকেও নিখুঁতভাবে গানটির শুটিং করেছেন নোরা।

নোরার এই নতুন গানটি লিখেছেন গীতিকার রশ্মি। সুর করেছেন তানিষ্ক বাগচী। কণ্ঠ দিয়েছেন গুরু রান্ধাওয়া ও জাহরাহ এস খান।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

স্ট্রেচারে করে শুটিং স্পটে এলেন নোরা ফাতেহি

আপডেট সময় ০৫:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেক্স : মরক্কান-কানাডিয়ান সুন্দরী নোরা ফাতেহি। একজন নৃত্যশিল্পী। নাচ দিয়ে দর্শকের মনে ঝড় তোলেন তিনি। তার নাচ যতোটা সুন্দর ততোটাই আবেদনময়ী নোরা নিজেও।

বলিউডের আইটেম কুইনের মুকুট বর্তমানে তার কাছে। ‘বাহুবলী’র মনোহারি থেকে শুরু করে ‘সাকি সাকি’ হোক কিংবা ‘দিলবার’ বলিউডের রিমিক্স গানে নেচে বাজিমাত করেছেন নোরা।

এবার ভিন্ন এক রূপে দেখা গেলো নোরাকে। সেজেছেন মৎস্যকন্যা। গত বছর তার চার্টবাস্টার ‘নাচ মেরি রানীর’ অসাধারণ সাফল্যের পর বলিউড ডিভা নোরা ফাতেহি গুরু রান্ধাওয়ার নতুন গান ‘ডান্স মেরি রানি’ দিয়ে দর্শকদের সামনে আসবেন শিগগিরই।

গানের শুটিং হয়েছে গোয়ায়। নোরার প্রতিটি গানেই তার ডেডিকেশন চোখে পরার মতোই। তারই ধারাবাহিকতা রয়েছে নতুন এই গানে।

‘ডান্স মেরি রানীর” শুটিংয়ের জন্য নোরাকে মারমেইড স্যুট (মৎস্যকন্যার) পোশাক পরতে হয়েছিল। পোশাকটির ওজন ছিল ১৫ কেজি। যার ফলে এ পোশাকে সীমাবদ্ধ ছিল চলাফেরা। তিনি নিজে নড়াচড়া করতে পারতেন না। স্ট্রেচার ব্যবহার করতে হয়েছিল তাকে।

দলের বাকি সদস্যরা স্ট্রেচারে করে শুটিং স্পটে নিয়ে যেতেন নোরাকে। ঘণ্টার পর ঘণ্টা পানিতে ডুবে থেকেও নিখুঁতভাবে গানটির শুটিং করেছেন নোরা।

নোরার এই নতুন গানটি লিখেছেন গীতিকার রশ্মি। সুর করেছেন তানিষ্ক বাগচী। কণ্ঠ দিয়েছেন গুরু রান্ধাওয়া ও জাহরাহ এস খান।