ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কুমিল্লায় ট্রেনের ধাক্কায়, অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬ Logo কারাগার থেকে বিএসএস পরীক্ষার নেওয়ার অনুমতি পেলেন রাজবাড়ীর সাবেক মেয়র Logo মাত্র ৭ রানে করেই অলআউট, টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্বরেকর্ড Logo যোগ্য মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি Logo রাজধানীতে ফের ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ Logo সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে Logo গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে নির্মাণাধীন একটি সেতু থেকে গাড়ি পড়ল নদীতে, নিহত ৩ Logo অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে বললেন সিইসি Logo শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে নুসরাত জাহান

পৃথিবীর সুন্দরতম সিনেমা হলে ‘অন্যদিন…’

পৃথিবীর সুন্দরতম সিনেমা হলে ‘অন্যদিন...’

বিনোদন ডেস্ক:  পৃথিবীর সুন্দরতম ৫০টি সিনেমা হলের লিস্টে ১ নম্বর আমস্টারডামের তুশিনস্কি থিয়েটার। এর প্রাইম টাইম স্ক্রিনিংয়ে বিশ্ব অভিষেক হবে কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। এর মধ্য দিয়ে এই সিনেমা হলে প্রথমবার বাংলাদেশি কোনো সিনেমা প্রদর্শিত হতে যাচ্ছে।

বিশ্বের লিড ফেস্টিভ্যালগুলার অন্যতম ও বৃহত্তম নন-ফিকশন উৎসব আমস্টারডামের ইডফা। এ প্রতিযোগিতার মূল আন্তর্জাতিক বিভাগে এবারই প্রথম নির্বাচিত হয়েছে কোনো বাংলা ছবি। নিজের ছবির বিশ্ব অভিষেকে উপস্থিত থাকতে ইডফা কতৃপক্ষের আমন্ত্রণে ইতিমধ্যে আমস্টারডাম পৌঁছেছেন কামার।

৮০টি দেশের ২৬৪টি ছবি নিয়ে বসেছে এবারের ৩৪তম ইডফার আসর। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার ছবির মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে আছে ফ্রান্স, রাশিয়া, জার্মানী, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও পর্তুগালসহ মোট ২১টি দেশের ১৪টি ছবি । যার মধ্যে কামারের হাইব্রিড ছবি ‘অন্যদিন…’ লড়াই করবে ইউক্রেনিয়ান নির্মাতা সার্গেই লজনিতসা, পর্তূগিজ নির্মাতা সুজানা ডি সুজা ডিয়াজ, রুশ নির্মাতা আলিওনা ভন দার হোস্টের মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও পুরস্কৃত নির্মাতাদের নতুন সব ছবির সাথে।

২৫ তারিখের একটি আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ফল ঘোষণা করা হবে আমস্টারডামের বিখ্যাত আই ফিল্ম মিউজিয়ামে।

কামার আহমাদ সাইমনের নির্মিতব্য জলত্রয়ীর (Water Trilogy) দ্বিতীয় ছবি ‘অন্যদিন…’। এর আগে কামারের জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর্স এবং প্রাচীনতম প্রামাণ্য উৎসব ডক লাইপজিগের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়। মুম্বাই চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ ও প্যারিসের সিনেমা দ্যু রিলে গ্রাপ্রিসহ আরও অনেক আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ছবিটি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের সম্মাননা।

এবারের ইডফায় কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ফিচার ছবির পুরস্কার পেলে সরাসরি যাবে অস্কারে। ছবিটি ইডফার ওয়েবসাইটে পরিচয় করানো হয়েছে ফিলোসফিক্যাল ও ক্যালাইডোস্কোপিক আমেজের সিনেমা বলে।

নির্মাতা ছবিটি নির্মাণ শুরু করেছিলেন ২০১৩-তে। শ্যুটিংয়ের পর ২০১৭তে ছবিটি সম্পাদনার টেবিলে রেখে পরিচালক মনোযোগ দেন তাঁর পরবর্তী ছবি ‘শিকলবাহা’র শ্যুটিংয়ে। অবশেষে এই বছরের জুলাইয়ে সম্পাদনা শেষ করেই জমা দিয়েছিলেন ইডফায়। আর এরপরেই ইতিহাস গড়ে প্রথম বাংলা চলচ্চিত্র হিসেবে ‘অন্যদিন…’ স্থান করে নেয় ইডফার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে।

এদিকে, গত ১৫ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পায় ‘অন্যদিন…’-এর পোস্টার। কামারের অন্যান্য ছবির পোস্টারের মতো অন্যরকম এই পোস্টার ইতিমধ্যে প্রশংসিত হয়েছে সবার মাঝে। ইডফায় আমন্ত্রণের পাশাপাশি বিগত ৮ বছরের যাত্রায় ছবিটির ঝুলিতে জমেছে সানড্যান্স-এর গ্র্যান্ট এ্যাওয়ার্ড, লোকার্নো ওপেন ডোর্স হাবের ‘সেরা প্রজেক্ট’ হিসেবে পিয়াৎজা গ্রান্দায় রেড কার্পেট ফিচার, কান চলচ্চিত্র উৎসবের লাএতেলিয়ারে পৃথিবীর অন্যতম সম্ভাবনাময় ছবি হিসেবে আমন্ত্রণ।

ট্যাগস

কুমিল্লায় ট্রেনের ধাক্কায়, অটোরিকশার ৫ যাত্রী নিহত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

পৃথিবীর সুন্দরতম সিনেমা হলে ‘অন্যদিন…’

আপডেট সময় ০১:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

বিনোদন ডেস্ক:  পৃথিবীর সুন্দরতম ৫০টি সিনেমা হলের লিস্টে ১ নম্বর আমস্টারডামের তুশিনস্কি থিয়েটার। এর প্রাইম টাইম স্ক্রিনিংয়ে বিশ্ব অভিষেক হবে কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। এর মধ্য দিয়ে এই সিনেমা হলে প্রথমবার বাংলাদেশি কোনো সিনেমা প্রদর্শিত হতে যাচ্ছে।

বিশ্বের লিড ফেস্টিভ্যালগুলার অন্যতম ও বৃহত্তম নন-ফিকশন উৎসব আমস্টারডামের ইডফা। এ প্রতিযোগিতার মূল আন্তর্জাতিক বিভাগে এবারই প্রথম নির্বাচিত হয়েছে কোনো বাংলা ছবি। নিজের ছবির বিশ্ব অভিষেকে উপস্থিত থাকতে ইডফা কতৃপক্ষের আমন্ত্রণে ইতিমধ্যে আমস্টারডাম পৌঁছেছেন কামার।

৮০টি দেশের ২৬৪টি ছবি নিয়ে বসেছে এবারের ৩৪তম ইডফার আসর। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার ছবির মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে আছে ফ্রান্স, রাশিয়া, জার্মানী, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও পর্তুগালসহ মোট ২১টি দেশের ১৪টি ছবি । যার মধ্যে কামারের হাইব্রিড ছবি ‘অন্যদিন…’ লড়াই করবে ইউক্রেনিয়ান নির্মাতা সার্গেই লজনিতসা, পর্তূগিজ নির্মাতা সুজানা ডি সুজা ডিয়াজ, রুশ নির্মাতা আলিওনা ভন দার হোস্টের মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও পুরস্কৃত নির্মাতাদের নতুন সব ছবির সাথে।

২৫ তারিখের একটি আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ফল ঘোষণা করা হবে আমস্টারডামের বিখ্যাত আই ফিল্ম মিউজিয়ামে।

কামার আহমাদ সাইমনের নির্মিতব্য জলত্রয়ীর (Water Trilogy) দ্বিতীয় ছবি ‘অন্যদিন…’। এর আগে কামারের জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর্স এবং প্রাচীনতম প্রামাণ্য উৎসব ডক লাইপজিগের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়। মুম্বাই চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ ও প্যারিসের সিনেমা দ্যু রিলে গ্রাপ্রিসহ আরও অনেক আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ছবিটি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের সম্মাননা।

এবারের ইডফায় কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ফিচার ছবির পুরস্কার পেলে সরাসরি যাবে অস্কারে। ছবিটি ইডফার ওয়েবসাইটে পরিচয় করানো হয়েছে ফিলোসফিক্যাল ও ক্যালাইডোস্কোপিক আমেজের সিনেমা বলে।

নির্মাতা ছবিটি নির্মাণ শুরু করেছিলেন ২০১৩-তে। শ্যুটিংয়ের পর ২০১৭তে ছবিটি সম্পাদনার টেবিলে রেখে পরিচালক মনোযোগ দেন তাঁর পরবর্তী ছবি ‘শিকলবাহা’র শ্যুটিংয়ে। অবশেষে এই বছরের জুলাইয়ে সম্পাদনা শেষ করেই জমা দিয়েছিলেন ইডফায়। আর এরপরেই ইতিহাস গড়ে প্রথম বাংলা চলচ্চিত্র হিসেবে ‘অন্যদিন…’ স্থান করে নেয় ইডফার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে।

এদিকে, গত ১৫ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পায় ‘অন্যদিন…’-এর পোস্টার। কামারের অন্যান্য ছবির পোস্টারের মতো অন্যরকম এই পোস্টার ইতিমধ্যে প্রশংসিত হয়েছে সবার মাঝে। ইডফায় আমন্ত্রণের পাশাপাশি বিগত ৮ বছরের যাত্রায় ছবিটির ঝুলিতে জমেছে সানড্যান্স-এর গ্র্যান্ট এ্যাওয়ার্ড, লোকার্নো ওপেন ডোর্স হাবের ‘সেরা প্রজেক্ট’ হিসেবে পিয়াৎজা গ্রান্দায় রেড কার্পেট ফিচার, কান চলচ্চিত্র উৎসবের লাএতেলিয়ারে পৃথিবীর অন্যতম সম্ভাবনাময় ছবি হিসেবে আমন্ত্রণ।