ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল Logo খুলনায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার Logo ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে মাইলস্টোনের শিক্ষার্থী তাসনিয়া Logo ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে: সিইসি Logo দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫ Logo নির্বাচন ফেব্রুয়ারিতে,পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না,ড. মুহাম্মদ ইউনূস Logo পরীক্ষার ফি না দেওয়ায় বহিষ্কার, ছোট্ট সুরাইয়ার পাশে দাঁড়াল ইকরা সুন্নাহ ফাউন্ডেশন Logo বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

আমিরাত গামী ফ্লাইটে ৯৪ শতাংশ যাত্রীই প্রবাসীকর্মী

আমিরাত গামী ফ্লাইটে ৯৪ শতাংশ যাত্রীই প্রবাসীকর্মী

স্টাফ রিপোর্টার:  করোনাভাইরাসের সংক্রমণ রোধে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের নির্দেশনা অনুযায়ী ইউএইগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরের ভেতরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত ছয়টি প্রতিষ্ঠানের স্থাপিত ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা শুরু হয়। ২৯ সেপ্টেম্বর থেকে গত ১১ অক্টোবর পর্যন্ত প্রায় ১৮ হাজার প্রবাসীকর্মী ও যাত্রী সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে সর্বমোট ২ হাজার ১৯৩ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ জন প্রবাসীকর্মী/যাত্রীর ৪৮ ঘণ্টা আগে করা নমুনা পরীক্ষায় নেগেটিভ আসলেও বিমানবন্দরে করা পরীক্ষায় করোনা পজিটিভ আসায় ইউএই সরকারের নির্দেশনা অনুযায়ী তারা যেতে পারেননি।

নির্ভরযোগ্য একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ইউএইগামী যাত্রীদের ৯৪ শতাংশই প্রবাসীকর্মী। অবশিষ্ট মাত্র ৬ শতাংশ যাত্রী ট্যুরিস্ট বা ব্যবসায়িক ভিসায় যাচ্ছেন। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইউএইগামী সকল প্রবাসীকর্মীদের বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করে সংশ্লিষ্ট ল্যাবরেটরি প্রতিষ্ঠানের টাকা পরিশোধ করছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ইউএই রুটের ফ্লাইটে প্রতিদিনই যাত্রী সংখ্যা বাড়ছে। এরই মধ্যে প্রতিদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, এমিরেটসসহ কমপক্ষে ৭-৮টি ফ্লাইট যাত্রী পরিবহন করছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি ফ্লাইট শুরু হবে।

সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত গত ১৩ দিনে সর্বমোট ১৭ হাজার ৯১১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুরুর দিকে বিপুল সংখ্যক যাত্রী ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষার জন্য ১০-১২ঘণ্টা আগে বিমানবন্দরে প্রবেশ করায় নমুনা পরীক্ষা করা নিয়ে বিশৃঙ্খলা ছিল। কিন্তু পরবর্তীতে ছয় প্রতিষ্ঠাকে ফ্লাইট অনুসারে নমুনা পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে দেওয়ায় বর্তমানে নিয়মতান্ত্রিক ও সুষ্ঠুভাবে নমুনা পরীক্ষা হচ্ছে।

বিমানবন্দরে যেসব প্রতিষ্ঠান ইউএইগামী যাত্রীদের নমুনা পরীক্ষা করছে সেগুলো হলো স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউএইগামী মোট যাত্রীদের মধ্যে ৯৪ শতাংশই প্রবাসীকর্মী। তাদের সম্পুর্ণ বিনামূল্যে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

ট্যাগস

মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল

আমিরাত গামী ফ্লাইটে ৯৪ শতাংশ যাত্রীই প্রবাসীকর্মী

আপডেট সময় ০২:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

স্টাফ রিপোর্টার:  করোনাভাইরাসের সংক্রমণ রোধে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের নির্দেশনা অনুযায়ী ইউএইগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরের ভেতরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত ছয়টি প্রতিষ্ঠানের স্থাপিত ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা শুরু হয়। ২৯ সেপ্টেম্বর থেকে গত ১১ অক্টোবর পর্যন্ত প্রায় ১৮ হাজার প্রবাসীকর্মী ও যাত্রী সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে সর্বমোট ২ হাজার ১৯৩ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ জন প্রবাসীকর্মী/যাত্রীর ৪৮ ঘণ্টা আগে করা নমুনা পরীক্ষায় নেগেটিভ আসলেও বিমানবন্দরে করা পরীক্ষায় করোনা পজিটিভ আসায় ইউএই সরকারের নির্দেশনা অনুযায়ী তারা যেতে পারেননি।

নির্ভরযোগ্য একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ইউএইগামী যাত্রীদের ৯৪ শতাংশই প্রবাসীকর্মী। অবশিষ্ট মাত্র ৬ শতাংশ যাত্রী ট্যুরিস্ট বা ব্যবসায়িক ভিসায় যাচ্ছেন। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইউএইগামী সকল প্রবাসীকর্মীদের বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করে সংশ্লিষ্ট ল্যাবরেটরি প্রতিষ্ঠানের টাকা পরিশোধ করছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ইউএই রুটের ফ্লাইটে প্রতিদিনই যাত্রী সংখ্যা বাড়ছে। এরই মধ্যে প্রতিদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, এমিরেটসসহ কমপক্ষে ৭-৮টি ফ্লাইট যাত্রী পরিবহন করছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি ফ্লাইট শুরু হবে।

সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত গত ১৩ দিনে সর্বমোট ১৭ হাজার ৯১১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুরুর দিকে বিপুল সংখ্যক যাত্রী ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষার জন্য ১০-১২ঘণ্টা আগে বিমানবন্দরে প্রবেশ করায় নমুনা পরীক্ষা করা নিয়ে বিশৃঙ্খলা ছিল। কিন্তু পরবর্তীতে ছয় প্রতিষ্ঠাকে ফ্লাইট অনুসারে নমুনা পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে দেওয়ায় বর্তমানে নিয়মতান্ত্রিক ও সুষ্ঠুভাবে নমুনা পরীক্ষা হচ্ছে।

বিমানবন্দরে যেসব প্রতিষ্ঠান ইউএইগামী যাত্রীদের নমুনা পরীক্ষা করছে সেগুলো হলো স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউএইগামী মোট যাত্রীদের মধ্যে ৯৪ শতাংশই প্রবাসীকর্মী। তাদের সম্পুর্ণ বিনামূল্যে নমুনা পরীক্ষা করা হচ্ছে।