ক্রীড়া ডেক্স : ব্রাজিল-আর্জেন্টিনা নামটা শুনলেই যেন চোখে ভেসে উঠে ফুটবল মাঠের সেই স্নায়ুযুদ্ধ। পুরো বিশ্ব সেদিন দু’ভাগে বিভক্ত হয়ে গলা ফাটায় প্রিয় দলের জন্য।
এইতো কিছুদিন আগেই ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা। এবার চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে ব্রাজিল। তবে ফুটবলে নয়। অলিম্পিক গেমসের ভলিবলে সোমবার (২৬ জুলাই) মুখোমুখি হয়েছিল এই দুই লাতিন আমেরিকান দেশ। সেখানে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল।
২০১৬ রিও অলিম্পিকের ভলিবল চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে। যেখানে প্রথম দুই সেটে জয় তুলে নেয় আর্জেন্টিনা। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় ব্রাজিল।
পরের দুই সেট ২৫-১৬, ২৫-২১ ব্যবধানে জিতে সমতায় আনে ব্রাজিল। শেষ সেট তারা জিতে নেয় ১৬-১৪ পয়েন্টে। এই জয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে ব্রাজিল। আর্জেন্টিনা পিছিয়ে পড়েছে অনেকটা। ৫ নম্বরে রয়েছে তারা।