ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শামসির স্পিন যাদুতে অনায়াসেই জিতল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : সিরিজটা আয়ারল্যান্ডের জন্য ঐতিহাসিক। এবারই প্রথম টি-টোয়েন্টিতে তারা পেল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু অভিষেক ম্যাচটা তারা ঠিক মনে রাখার মতো করতে পারল না!

তাবরাইজ শামসির স্পিন যাদুতে অনায়াসেই জিতল দক্ষিণ আফ্রিকা। আইরিশদের ৩৩ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে প্রোটিয়াদের এখন লিড।

সোমবার ডাবলিনে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তুলে দক্ষিণ আফ্রিকা। এরপর দুই স্পিনার শামসি ও জর্জ লিন্ডারের ম্যাজিকে ১৩২ রানে থামে আইরিশরা।

নিজেদের উইকেটেও প্রতিপক্ষের স্পিন সামাল দিতে পারেনি আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার নেন ৬ উইকেট। শামসি ২৭ রানে ৪ উইকেট আর বাঁহাতি স্পিনার লিন্ডার নেন ২৬ রানে দুই উইকেট।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়বে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। যেখানে সিরিজ হার বাঁচাতেই মরিয়া থাকবে আইরিশরা।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৫/৭ (বাভুমা ১৩, ডি কক ২০, মালান ৪, মারক্রাম ৩৯, ফন ডার ডাসেন ২৫, মিলার ২৮, লিন্ডা ১০, রাবাদা ১৯*, উইলিয়ামস ২*; অ্যাডায়ার ৩/৩৯, সিমি ২/১৯, লিটল ২/২৭)।

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩২/৯ (স্টার্লিং ৬, ও’ব্রায়েন ০, বালবার্নি ২২, ডকরেল ২, টেক্টর ৩৬, সিমি ৪, টাকার ৫, গেটকেট ২, অ্যাডায়ার ০, ম্যাককার্থি ৩০*, লিটল ১৫*; লিন্ডা ২/২৬, রাবাদা ১/২৮, এনগিডি ২/১৮, শামসি ৪/২৭)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে জয়ী।
ম্যাচসেরা: তাবরাইজ শামসি।
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে।

ট্যাগস

শামসির স্পিন যাদুতে অনায়াসেই জিতল দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ১২:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : সিরিজটা আয়ারল্যান্ডের জন্য ঐতিহাসিক। এবারই প্রথম টি-টোয়েন্টিতে তারা পেল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু অভিষেক ম্যাচটা তারা ঠিক মনে রাখার মতো করতে পারল না!

তাবরাইজ শামসির স্পিন যাদুতে অনায়াসেই জিতল দক্ষিণ আফ্রিকা। আইরিশদের ৩৩ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে প্রোটিয়াদের এখন লিড।

সোমবার ডাবলিনে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তুলে দক্ষিণ আফ্রিকা। এরপর দুই স্পিনার শামসি ও জর্জ লিন্ডারের ম্যাজিকে ১৩২ রানে থামে আইরিশরা।

নিজেদের উইকেটেও প্রতিপক্ষের স্পিন সামাল দিতে পারেনি আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার নেন ৬ উইকেট। শামসি ২৭ রানে ৪ উইকেট আর বাঁহাতি স্পিনার লিন্ডার নেন ২৬ রানে দুই উইকেট।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়বে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। যেখানে সিরিজ হার বাঁচাতেই মরিয়া থাকবে আইরিশরা।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৫/৭ (বাভুমা ১৩, ডি কক ২০, মালান ৪, মারক্রাম ৩৯, ফন ডার ডাসেন ২৫, মিলার ২৮, লিন্ডা ১০, রাবাদা ১৯*, উইলিয়ামস ২*; অ্যাডায়ার ৩/৩৯, সিমি ২/১৯, লিটল ২/২৭)।

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩২/৯ (স্টার্লিং ৬, ও’ব্রায়েন ০, বালবার্নি ২২, ডকরেল ২, টেক্টর ৩৬, সিমি ৪, টাকার ৫, গেটকেট ২, অ্যাডায়ার ০, ম্যাককার্থি ৩০*, লিটল ১৫*; লিন্ডা ২/২৬, রাবাদা ১/২৮, এনগিডি ২/১৮, শামসি ৪/২৭)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে জয়ী।
ম্যাচসেরা: তাবরাইজ শামসি।
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে।