ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অজানা কথা জানালেন প্রিয়াংকা

 বিনোদন ডেক্স : শুধু সৌন্দর্য নয়, অভিনয় দক্ষতা এবং মেধা দিয়েই লাখো দর্শকের হৃদয় জয় করেছেন প্রিয়াংকা চোপড়া। দিন দিন যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন হলিউড-বলিউডের জনপ্রিয় এ তারকা।

আজ তার জন্মদিন। প্রিয় তারকার কর্মজীবন, পছন্দ এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন অনেক কিছুই আছে; যা ভক্তরা আজও জানেন না। তেমনই অজানা ১০ কথা উঠে এসেছে এ প্রতিবেদনে…

অনেকেই মনে করেন, ‘হিরো’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছেন প্রিয়াংকা। কিন্তু এটা সত্যি নয়। এর আগে তামিল ছবি ‘থামিজান’-এ বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

প্রিয়াংকা ছোটবেলায় পাশ্চাত্য শাস্ত্রীয় সংগীত ও কত্থক শিখেছেন। এমনকি সক্রিয়ভাবে বিভিন্ন থিয়েটার প্রডাকশন্সেও অংশ নিয়েছেন।

বিভিন্ন মার্শাল আর্ট, যেমন- জু জিতসু, কারাতে ও গাটকায় প্রশিক্ষণ নিয়েছেন প্রিয়াংকা।

অভিনেত্রী হওয়ার আগে প্রিয়াংকা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। পরে তিনি একজন অপরাধমূলক মনোবৈজ্ঞানিক হওয়ার সিদ্ধান্ত নেন।

মিডিয়ায় প্রিয়াংকা ‘পিগি চপস’ নামে পরিচিত। কিন্তু পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুরা তাকে ‘সানসাইন’ অথবা ‘মিমি’ নামে ডাকতেই বেশি ভালোবাসে।

মুম্বাই ছাড়াও দিল্লি, পুনে, লেহ, ম্যাসাচুসেটস ও যুক্তরাষ্ট্রের কিছু স্থানে বসবাস করেছেন ‘মেরি কম’খ্যাত এ তারকা।

প্রিয়াংকাই প্রথম বলিউড তারকা, যিনি ইতালির সালভাদর ফেরাগামো জাদুঘরে অড্রে হেপবার্ন ও মেরিলিন মনরোর সঙ্গে স্থান পেয়েছেন।

‘বাজিরাও মাস্তানি’খ্যাত তারকার প্রিয় সুগন্ধি হলো রাল্প লরেন্স রোমান্স।

জাংক ফুডে আসক্ত প্রিয়াংকা। তিনি পিৎজা ও ফরাসি ফ্রাই খেতে ভালোবাসেন।

প্রিয়াংকার মিষ্টি জিনিসের প্রতিও আসক্তি রয়েছে। তাই সব সময় নিজের কাছে ক্যান্ডি রাখেন তিনি।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

অজানা কথা জানালেন প্রিয়াংকা

আপডেট সময় ১০:১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১

 বিনোদন ডেক্স : শুধু সৌন্দর্য নয়, অভিনয় দক্ষতা এবং মেধা দিয়েই লাখো দর্শকের হৃদয় জয় করেছেন প্রিয়াংকা চোপড়া। দিন দিন যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন হলিউড-বলিউডের জনপ্রিয় এ তারকা।

আজ তার জন্মদিন। প্রিয় তারকার কর্মজীবন, পছন্দ এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন অনেক কিছুই আছে; যা ভক্তরা আজও জানেন না। তেমনই অজানা ১০ কথা উঠে এসেছে এ প্রতিবেদনে…

অনেকেই মনে করেন, ‘হিরো’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছেন প্রিয়াংকা। কিন্তু এটা সত্যি নয়। এর আগে তামিল ছবি ‘থামিজান’-এ বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

প্রিয়াংকা ছোটবেলায় পাশ্চাত্য শাস্ত্রীয় সংগীত ও কত্থক শিখেছেন। এমনকি সক্রিয়ভাবে বিভিন্ন থিয়েটার প্রডাকশন্সেও অংশ নিয়েছেন।

বিভিন্ন মার্শাল আর্ট, যেমন- জু জিতসু, কারাতে ও গাটকায় প্রশিক্ষণ নিয়েছেন প্রিয়াংকা।

অভিনেত্রী হওয়ার আগে প্রিয়াংকা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। পরে তিনি একজন অপরাধমূলক মনোবৈজ্ঞানিক হওয়ার সিদ্ধান্ত নেন।

মিডিয়ায় প্রিয়াংকা ‘পিগি চপস’ নামে পরিচিত। কিন্তু পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুরা তাকে ‘সানসাইন’ অথবা ‘মিমি’ নামে ডাকতেই বেশি ভালোবাসে।

মুম্বাই ছাড়াও দিল্লি, পুনে, লেহ, ম্যাসাচুসেটস ও যুক্তরাষ্ট্রের কিছু স্থানে বসবাস করেছেন ‘মেরি কম’খ্যাত এ তারকা।

প্রিয়াংকাই প্রথম বলিউড তারকা, যিনি ইতালির সালভাদর ফেরাগামো জাদুঘরে অড্রে হেপবার্ন ও মেরিলিন মনরোর সঙ্গে স্থান পেয়েছেন।

‘বাজিরাও মাস্তানি’খ্যাত তারকার প্রিয় সুগন্ধি হলো রাল্প লরেন্স রোমান্স।

জাংক ফুডে আসক্ত প্রিয়াংকা। তিনি পিৎজা ও ফরাসি ফ্রাই খেতে ভালোবাসেন।

প্রিয়াংকার মিষ্টি জিনিসের প্রতিও আসক্তি রয়েছে। তাই সব সময় নিজের কাছে ক্যান্ডি রাখেন তিনি।