কীড়া ডেস্ক : ২৮ বছরের শিরোপা পিপাসা মিটেছে আর্জেন্টিনার। আর্জেন্টিনার জার্সিতে আরাধ্য ট্রফিটা হাতে উঠেছে লিওনেল মেসির হাতে। হৃদয় জুড়িয়েছেন ভক্তদের।
সিক্ত হয়েছে খুদে জাদুকরের চোখ। মারাকানায় ব্রাজিল বধের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরেছেন বীরদর্পে। করেছেন আরেক দফা উৎসব।
সাদা-আকাশিদের হয়ে সফল মিশন শেষ হয়েছে। চুক্তি না হলেও পরবর্তী মৌসুমে বার্সাতেই থাকছেন লিও তা অনেকটাই নিশ্চিত। ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার আগে তাই ছুটি কাটানোর পরিকল্পনা লিওনেল মেসির।
পরিবারের সঙ্গে যাবেন স্পেনের লা পুলগায়। এরই মধ্যে বাধে বিপত্তি। ফিশারটন বিমানবন্দরে ছড়িয়ে পড়ে বোমার আতঙ্ক। আর তাতেই প্রাইভেট জেটে উড়াল দিতে পারছেন না মেসি। ছুটিও বাতিল, এমন খবর চাউর হয় সংবাদমাধ্যমে।
তবে মেসি ভক্তরা হাঁফ ছাড়তে পারেন। আদতে তেমন কিছুই ঘটেনি। পুরোটাই গুজব ছিল বলে নিশ্চিত করেছে আর্জেন্টাইন একাধিক সংবাদমাধ্যম। আর মেসি তার পরিবার নিয়ে নির্বিঘ্নে পৌঁছে গেছেন স্পেনে।
এর আগে ১১ জুলাই কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরে ২৮ বছরের আক্ষেপ দূর করেছে আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।