ক্রীড়া ডেস্ক : এক ইউরো কাপের ফাইনাল যেন বন্য চেহারা বের করে নিয়ে আসলো ‘সভ্য জাতি’ ইংলিশদের। ম্যাচের আগে দাঙ্গা-হাঙ্গামা করে স্টেডিয়ামে ঢুকে পড়া, মাঠের বাইরে গাড়ি-বাস-ল্যাম্পপোস্টে উঠে বন্য আচরণ।
ম্যাচের পরও অব্যাহত রইলো স্বাগতিকদের। রোববার রাতে ইউরো কাপের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরে যায় ৫৫ বছর ধরে বড় কোনো টুর্নামেন্টের শিরোপার আশায় থাকা ইংল্যান্ড।
হারের পর ক্ষুব্ধ ইংলিশ সমর্থকদের একটা দল ইতালির সমর্থকদের মারধর করেছেন। ম্যাচের পর ওয়েম্বলির বাইরে কার্যত রণক্ষেত্র তৈরি হয়। স্টেডিয়ামের যে গেট দিয়ে ইতালীয়রা বেরোচ্ছিলেন, তার পাশেই জড়ো হয়েছিলেন প্রচুর ইংরেজ সমর্থক।
এক একজন করে সমর্থক বেরোচ্ছিলেন আর তাদের মাটিতে ফেলে মারধর করা হচ্ছিল। এমনকি ইতালির পতাকার উপরে থুতু ছেটানো হয়, সঙ্গে ছিল অকথ্য গালিগালাজ।
কিছুক্ষণ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু ততক্ষণে ইংরেজ সমর্থকদের আঘাতে অনেকেই গুরুতর আহত হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। কয়েকজন ইংলিশ সমর্থককে আটকও করে তারা।
শুধু এক জায়গায়ই নয়। মাঠের বাইরে ব্যাপক তাণ্ডব চালিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করেছেন কিছু সমর্থক।
রাস্তার ধারে দোকানপাট, গাড়ি ভাঙচুর করা হয়। বিয়ার এবং মদের বোতল আছাড় মেরে ভাঙা হয় রাস্তায়। তার মধ্যে পৈশাচিক উল্লাস করতে থাকেন কিছু ইংলিশ সমর্থক।
ম্যাচ শুরুর আগেও এমন বন্য আচরণ দেখিয়েছিলেন ইংলিশ সমর্থকরা। স্টেডিয়ামের নিরাপত্তা প্রাচীর ভেঙে টিকিট ছাড়াই ঢুকে পড়েন শত শত দর্শক।
পরে তাদের নিয়ন্ত্রণে আনতে ভেতরেও বেগ পেতে হয়েছে পুলিশকে। এছাড়া যারা ঢুকতে পারেননি, তারা মাঠের বাইরে নানা ধরনের ঝামেলা তো করেছেনই।