মাহবুবুজ্জামান সেতু, মান্দা, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সিমেন্টবাহী ট্রাক এবং আম বহনকারী একটি মিনিট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার ভোর রাতে (৩ জুলাই) নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট এলাকায় অবস্থিত সরকার ফিলিং ষ্টেশনের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের পার্শ্বে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নিয়াত দোকানদারের ছেলে খলিলুর রহমান (৩২) এবং কুষ্টিয়া জেলার শিবপুর উপজেলার সোহরাব হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০)।
পুলিশ এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে নওগাঁ- রাজশাহী মহাসড়কে (মান্দার গনেশপুর ইউনিয়নের সতিহাটে) সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে অাম বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং তিনজন মারাত্মকভাবে আহত হন। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায় নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের লাশ উদ্ধার, অাহতদের প্রাথমিক চিকিৎসা ব্যাবস্থাকরাসহ দূর্ঘটনা কবলিত ট্রাক এবং মিনিট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অাইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।