স্টাফ রিপোর্টার, নওগাঁ : উজান থেকে নেমে আসা পানি ও কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে নওগাঁর ছোট যমুনা নদীর পানি। শুক্রবার (২ জুলাই) সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গেল এক সপ্তাহে ছোট যমুনার পানি বেড়েছে ২.৬৮ সেন্টিমিটার।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান জানান, গত কয়েকদিনের বৃষ্টির জন্য নওগাঁর ছোট বড় সব নদীগুলোর পানি কিছুটা বেড়েছে। তবে পানি বিপৎসীমার নিচে রয়েছে।
গত ২৯ জুন নওগাঁর আত্রাই নদীর পানি শিমুলতলী পয়েন্টে ৭০.৯৪ সেন্টিমিটারে প্রবাহিত হলেও এখন ৭০.৮৩ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনে আত্রাই নদীর পানি কমলেও বেড়েছে ছোট যমুনা নদীর পানি।
গত ২৯ জুন নদীর পানি ১১.২০ সেন্টিমিটার রেকর্ড করা হলেও আজকে তা বেড়েছে ১৩.৮৮ সেন্টিমিটারে। এতে করে এক সপ্তাহে ২.৬৮ সেন্টিমিটার বেড়ে নদীর পানি। তবে এখনো বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।