স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর মান্দায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানব বন্ধন করেছে ভুক্তভুগীরা । সোমবার দুপুর ১২ টায় মান্দার সুতহাট এলাকায় এ মানব বন্ধনে শতাধিক নারী ও পুরুষ অংশ নেয় ।
ভুক্তভুগী সাহারা বানু এ সময় বক্তব্য রাখেন তিনি বলেন, গত ১৮ জুন সন্ধার দিকে তার বাসা সাত বাড়িয়ায় এলাকায় যায় কজন তরুণ । তারা ডিসের লাইন বিচ্ছিন্ন করতে আসে, পিয়াস জামিল, ইব্রাহিম, সামসুল, জুয়েল নামের তরুণ এ সময় বাসায় থাকা পরিবারের সদস্যদের অশালীণ ভাষায় গালাগাল করতে থাকে । নিয়মিত বিল পরিষদের পরও কেন তারা ডিস লাইন সংযোগ বিচ্ছিন্ন কেন করছে এমন প্রশ্নের উত্তর না দিয়ে তরুণরা মারমুখী আচড়ন করতে থাকে ।
এ সময় তাদের সংযত হওয়ার জন্য সাহারা বানুর ছেলে রায়হান ইসলাম সাগর এগিয়ে আসে । কিন্ত উত্তেজিত তরুণরা আরো বেপরোয়া হয়ে রায়হান কে মারতে থাকে । আগত তরুণরা ডিসের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশী রায়হান কে লোহার রড দিয়ে বেধরক পিটাতে থাকে । আকষ্মিক এমন সন্ত্রাসী কায়দায় হামলায় রক্তাক্ত অবস্থায় রায়হান কে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয় ।
মানব বন্ধনে দাবী করা হয় এ ঘটনায় সন্ত্রাসী কায়দায় রায়হান কে জখম করার পর উল্টো হামলা কারীরা মান্দায় থানায় গত ১৯ জুন সাগর ও তার পিতা, সহ ৪ জন কে আসামী করে একটি চাঁদাবাজীর মামলা দেয় ।
এ মামলা দেওয়ার পর থেকেই অব্যহত রয়েছে পুলিশী তৎপরতা । এদিকে আহত সাগর নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এ ঘটনার পর মিথ্যা মামলায় পুলিশী হয়রানী অব্যহত রয়েছে বলে মানব বন্ধনে দাবী করা হয় ।
বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ পুলিশী হয়রানী বন্ধের দাবী জানানো হয় ।