ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

নওগাঁর আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার, নওগাঁ:  নওগাঁর আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে সাকিবুল হাসান নিহাল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার (১৯ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পাঁচুপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাকিবুল হাসান নিহাল গ্রামের মীর ফিরোজ আলীর ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঁচুপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়ির মাটির দেয়ালের পাশ দিয়ে নিহালসহ আরও কয়েকজন যাচ্ছিল।

গত কয়েকদিনের বৃষ্টিতে মাটির দেয়ালটি নরম হয়ে যায়। এ সময় হঠাৎ দেয়াল ভেঙে জুলেখা বিবি (৫৫), আনোয়ারা (৭০) ও সাকিবুল হাসান নিহালসহ চারজন ঘটনাস্থলে চাপা পড়েন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক নিহালকে মৃত ঘোষণা করেন।

আহত জুলেখা বিবিকে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না দেয়ায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। গুরুতর আহত একজন রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁর আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে প্রাণ গেল শিশুর

আপডেট সময় ০৭:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১

স্টাফ রিপোর্টার, নওগাঁ:  নওগাঁর আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে সাকিবুল হাসান নিহাল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার (১৯ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পাঁচুপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাকিবুল হাসান নিহাল গ্রামের মীর ফিরোজ আলীর ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঁচুপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়ির মাটির দেয়ালের পাশ দিয়ে নিহালসহ আরও কয়েকজন যাচ্ছিল।

গত কয়েকদিনের বৃষ্টিতে মাটির দেয়ালটি নরম হয়ে যায়। এ সময় হঠাৎ দেয়াল ভেঙে জুলেখা বিবি (৫৫), আনোয়ারা (৭০) ও সাকিবুল হাসান নিহালসহ চারজন ঘটনাস্থলে চাপা পড়েন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক নিহালকে মৃত ঘোষণা করেন।

আহত জুলেখা বিবিকে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না দেয়ায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। গুরুতর আহত একজন রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।