ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে গাজা যুদ্ধ : ট্রাম্প Logo রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত Logo স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Logo চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের Logo ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত Logo সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু Logo নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি Logo পরকীয়ার অভিযোগ, গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী Logo হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু Logo ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব

খ্যাতিমান সাহিত্যিক ও ছড়াকার সাইফুল ইসলাম আর নেই

এইচ, এম শাহারিয়ার, পত্নীতলা, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁ জেলার খ্যাতিমান ছড়াকার ও সাহিত্যিক সাইফুল ইসলাম আর নেই। নওগাঁ জেলার খ্যাতিমান ছড়াকার ও সাহিত্যিক জনাব সাইফুল ইসলাম (ছদ্মনাম লিখতেন, ইলতুদ আলীদ) গত ১৫ জুন ২০২১ ভোর চারটায় ব্রেইন স্ট্রোক  করে ইন্তেকাল করেন।

তাঁর গ্রামের বাড়ি নওগাঁ জেলার চকখান্দই গ্রাম,  পত্নীতলা  উপজেলা। তিনি অসংখ্য গুনগ্রাহী ও জ্ঞানীগুণি সমঝদার, উচ্চ পদের চাকুরীজীবী ছাত্রছাত্রী রেখে গেছেন।

তাঁর প্রকাশিত ও অপ্রকাশিত/ছড়া গ্রন্থসমূহ ঃ- ১। পানের ভিতর মরিচ বাটা (১৯৮৮) ২। আয় রঙ্গঁ হাটে যাই (১৯৯৪) ৩। ফুট ফুটেছে ঢাকা ঢাকা (২০১০) ৪। বনকাপাসের না (২০১০) ৫। মেঘের উপর মেঘ করেছে (২০১১) ৬। কমলা ফুলির টিয়েটা (২০১২) ৭। হলুদ বনে কলুদ ফুল (২০১২) ৮। বাবু খেলা দেখে যান (২০১২) ৯। ডালিম গাছে পরভু নাচে (২০১৩) ১০।

আর আসেনা জুজুমানা (২০১৪) ১১। থোকায় থোকায় জোনাক জ¦লে (২০১৪) ১২। আমার হাতের চাবি (২০১৬) ১৩। তারা মাঠে পাড়ে ডিম (২০১৯)। অপ্রকাশিত গ্রন্থ ‘ওরে ভোদড় ফিরে চা ও ইলিশ মাছের তিরিশ কাঁটা। তাঁর জীবদ্দশার কর্মস্থল ছিল ঃ- ১.বরহাম ডিগ্রি কলেজ , শিবচর ফরিদপুর।

২.নজিপুর মহাবিদ্যালয়, নওগাঁ। ৩.রংপুর ক্যাডেট কলেজ, রংপুর। ৪.সিলেট ক্যাডেট কলেজ, সিলেট। ৫. মির্জাপুর ক্যাডেট কলেজ, টাঙ্গাইল। ৬.বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল। ৭. কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা।

৮.ফৌজদার ক্যাডেট কলেজ, চট্রগ্রাম। ৯.এস,এসটি ক্যাডেট একাডেমি কৃষ্ণনগর পিরোজপুর। ১০.বগুড়া ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ভাইস পিন্সিপাল (৩ বৎসর কাল)।

তাঁর মৃত্যুতে দেশ একজন স্বনামধন্য সাহিত্যিক ও ছড়াকার কে হারাল। খ্যাতিমান সাহিত্যিক ও ছড়াকার এর জন্ম: ০১ জুন ১৯৪৫, মৃত্যু: ১৫ জুন ২০২১। গ্রাম: খান্দই,  পত্নীতলা  উপজেলা, নওগাঁ।

ট্যাগস

তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে গাজা যুদ্ধ : ট্রাম্প

খ্যাতিমান সাহিত্যিক ও ছড়াকার সাইফুল ইসলাম আর নেই

আপডেট সময় ০১:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১

এইচ, এম শাহারিয়ার, পত্নীতলা, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁ জেলার খ্যাতিমান ছড়াকার ও সাহিত্যিক সাইফুল ইসলাম আর নেই। নওগাঁ জেলার খ্যাতিমান ছড়াকার ও সাহিত্যিক জনাব সাইফুল ইসলাম (ছদ্মনাম লিখতেন, ইলতুদ আলীদ) গত ১৫ জুন ২০২১ ভোর চারটায় ব্রেইন স্ট্রোক  করে ইন্তেকাল করেন।

তাঁর গ্রামের বাড়ি নওগাঁ জেলার চকখান্দই গ্রাম,  পত্নীতলা  উপজেলা। তিনি অসংখ্য গুনগ্রাহী ও জ্ঞানীগুণি সমঝদার, উচ্চ পদের চাকুরীজীবী ছাত্রছাত্রী রেখে গেছেন।

তাঁর প্রকাশিত ও অপ্রকাশিত/ছড়া গ্রন্থসমূহ ঃ- ১। পানের ভিতর মরিচ বাটা (১৯৮৮) ২। আয় রঙ্গঁ হাটে যাই (১৯৯৪) ৩। ফুট ফুটেছে ঢাকা ঢাকা (২০১০) ৪। বনকাপাসের না (২০১০) ৫। মেঘের উপর মেঘ করেছে (২০১১) ৬। কমলা ফুলির টিয়েটা (২০১২) ৭। হলুদ বনে কলুদ ফুল (২০১২) ৮। বাবু খেলা দেখে যান (২০১২) ৯। ডালিম গাছে পরভু নাচে (২০১৩) ১০।

আর আসেনা জুজুমানা (২০১৪) ১১। থোকায় থোকায় জোনাক জ¦লে (২০১৪) ১২। আমার হাতের চাবি (২০১৬) ১৩। তারা মাঠে পাড়ে ডিম (২০১৯)। অপ্রকাশিত গ্রন্থ ‘ওরে ভোদড় ফিরে চা ও ইলিশ মাছের তিরিশ কাঁটা। তাঁর জীবদ্দশার কর্মস্থল ছিল ঃ- ১.বরহাম ডিগ্রি কলেজ , শিবচর ফরিদপুর।

২.নজিপুর মহাবিদ্যালয়, নওগাঁ। ৩.রংপুর ক্যাডেট কলেজ, রংপুর। ৪.সিলেট ক্যাডেট কলেজ, সিলেট। ৫. মির্জাপুর ক্যাডেট কলেজ, টাঙ্গাইল। ৬.বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল। ৭. কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা।

৮.ফৌজদার ক্যাডেট কলেজ, চট্রগ্রাম। ৯.এস,এসটি ক্যাডেট একাডেমি কৃষ্ণনগর পিরোজপুর। ১০.বগুড়া ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ভাইস পিন্সিপাল (৩ বৎসর কাল)।

তাঁর মৃত্যুতে দেশ একজন স্বনামধন্য সাহিত্যিক ও ছড়াকার কে হারাল। খ্যাতিমান সাহিত্যিক ও ছড়াকার এর জন্ম: ০১ জুন ১৯৪৫, মৃত্যু: ১৫ জুন ২০২১। গ্রাম: খান্দই,  পত্নীতলা  উপজেলা, নওগাঁ।