রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার চককাপাসিয়া এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারী ও দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
মৃততরা হলেন- মুক্তা বেগম (৩৫), আলেয়া বেগম (৫৫), পরশ আলী (১০) ও সোহান আলী (১০)। এছাড়া এসময় আহত হয়েছেন আরও একজন যুবক।
আহত যুবক ভুট্টু আলী (২০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (৭ জুন) বিকালে সাড়ে চারটার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চককাপাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন জানান, বিকাল সাড় ৪টার দিকে ঝড়ো হাওয়া শুরু হলে আম কুড়াতে গিয়ে ঘটনাস্থলে বজ্রপাতে মারা যান চককাপাসিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম, কাবিল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম এবং মাহাবুল হোসেনের শিশুপুত্র সোহান আলী।
এছাড়াও আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনি প্রামাণিকের ছেলে পরশ আলী মারা যান। চিকিৎসাধীন আছেন একই এলাকার উকিল হোসেনের ছেলে ভুট্টু আলী।
রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।