বিনোদন ডেক্স : বাংলা পপ গানের মুকুটহীন সম্রাট আজম খান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এক হাতে রাইফেল, অন্যহাতে গিটার নিয়ে রণাঙ্গণে লড়েছেন তিনি।
তারপর স্বাধীন বাংলাদেশে পপ গানের গুরু হয়েছেন। আমৃত্যু থেকেছেন সঙ্গীত আর খেলাধূলার সাথে। আজ তাঁর দশম প্রয়াণ দিবস।
বীর মুক্তিযোদ্ধা, সঙ্গীত শিল্পী ও ক্রিকেটার- এই মানুষটিকে সবাই চেনে পপসম্রাট আজম খান হিসেবে। বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতে অগ্রপথিক তিনি।
১৯৫০ সালে পুরান ঢাকায় জন্ম। সময়ের প্রয়োজেনে জ্বলে উঠেছেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধে।
অপারেশন তিতাসের মতো দুর্ধর্ষ গেরিলা অপারেশনের মাধ্যমে নিজের নাম জানান দিয়েছিলেন শত্রুদের কাছেও। ক্যাম্পে থাকার সময় বাটি আর চামচকে বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে সাহস যুগিয়েছেন অন্যদেরও।