স্টাফ রিপোর্টরা, নওগাঁঃ নওগাঁয় বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে প্রায় ২ ঘন্টা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখে বাসের শ্রমিকরা।
দুপুরে মহাসড়কের নওহাটার মোড়ে রাস্তার উপরে বাস রেখে অবরোধ করে শ্রমিকরা। তারা বলেন, বাসের ভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এক যাত্রী নওহাটা মোড়ে বাস থামিয়ে অটোরিক্সার শ্রমিকদের সাথে নিয়ে বাসে কনডাক্টর কে মারপিট করে পালিয়ে যায়। এরই প্রতিবাদে রাস্তার উপরে বাস রেখে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেয়া হয়।
প্রায় ২ ঘন্টা পর পুলিশ এসে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থার আশ্বাস দিলে সড়কে যানচলাচল সাভাবিক করে।