ক্রীড়া ডেক্স :মৌসুমের শেষ ভাগে এসে আবারও হোঁচট খেল রোনালদোর য়্যুভেন্তাস। তুরিনের ওল্ড লেডিদের ৩-০ গোলে হারিয়ে টেবিলের তিনে উঠে এল এসি মিলান। এ হারে পাঁচে নেমে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে শঙ্কা তৈরি হলো পিরলোর শিষ্যদের।
ইতালিয়ান সিরিআ’য় য়্যুভেন্তাস নয়, মৌসুমের আধিপত্য ভেঙে গত সপ্তাহে শিরোপা নিশ্চিত করে ইন্টার মিলান। এরপরই যেন শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার লক্ষ্য তুরিনের ওল্ড লেডিদের। কিন্তু মৌসুমের শেষ ভাগে এসে, এসি মিলানের কাছে হেরে আবারও বড় ধাক্কা খেলো রোনালদোর য়্যুভেন্তাস।
অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে এসি মিলানকে আতিথ্য দেয় য়্যুভেন্তাস। ম্যাচের শুরুতেই বলের দখল নিয়ে আধিপত্য বিস্তার করে রোনালদো-মোরাতারা। একপর্যায়ে এসি মিলানও অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে। যেখানে সুযোগ পেয়েও গোলের দেখা পাচ্ছিল না দু’দলই। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াসের দারুণ গোলে লিড নেয় এসি মিলান।
বিরতির পর সমতায় ফেরার সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু রদ্রিগোর শট রুখে দেন এসি মিলান গোলকিপার জিয়ানলুইজি। যদিও ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মিলানের ফ্রাঙ্ক কেসি। তবে ৭৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে, ব্যবধান বাড়ায় এসি মিলানের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড রেবিচ।
এই গোলের রেশ না কাটতেই ৮২ মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন তোমোরি। ফলে স্কোর লাইন দাঁড়ায় ৩-০। শেষ পর্যন্ত আর ব্যবধান কমাতে না পারলে, হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর দল।