বিনোদন ডেক্স :পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে রোববার (২ মে)। এবার বিপুল ভোটে জয়ী হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। বুধবার (৫ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।
ভোটের ফলাফল ঘোষণা হলেও ভোট পরবর্তী হিংসা এখনো থামেনি। এমন দাবি করেছেন ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী। টুইট করে হিংসা থামানোর অনুরোধ করেছেন তিনি।
মঙ্গলবার (৪ মে) তিনি লেখেন, ‘ভোটের পরেও বাংলায় হিংসার আগুন জ্বলছে। দয়া করে এই হিংসা বন্ধ করুন। মানুষের জীবন রাজনীতির থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাদের পরিবারের কথা ভেবে এই হিংসা বন্ধ করুন।’
ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। তারপর কাশীপুর-বেলগাছিয়ায় বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছিলেন এ অভিনেতা। ধারণা করা হয়েছিল, এ কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হবে মিঠুনকে। কিন্তু সে আর হয়নি।
বিধানসভা নির্বাচনের অষ্টম দফায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে ৭টা ৫০ মিনিটে কাশীপুর-বেলগাছিয়া আসনে ভোট দিয়েছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘এমন শান্তিপূর্ণ ভোট আগে হয়নি।’