ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আতঙ্কেও মুক্তি পাচ্ছে বিগ বাজেটের একঝাঁক সিনেমা

বিনোদন ডেক্স :করোনায় ২০২০ থেকেই বিপর্যস্ত সিনেমা ইন্ডাস্ট্রি। প্রেক্ষাগৃহ বন্ধ হওয়া থেকে শুরু করে শুটিং না হওয়ার কারণে গত দেড় বছরে হলিউডে মুক্তি পায়নি অনেক সিনেমা ৷

সেগুলোর কিছু ঘোষণাতেই আটকে আছে, কিছু সব রেডি হওয়া সত্বেও হলের অভাবে মুক্তি দিতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

তবে ইউরোপে সম্প্রতি করোনা প্রকোপ কিছুটা কমে আসায়, খানিকটা আশার আলো দেখছেন সবাই। চলতি মাসের মধ্যেই ইউরোপের বেশিরভাগ দেশে লকডাউন স্থিতিশীল করা হবে৷ পাশাপাশি প্রেক্ষাগৃহ এবং খেলার মাঠ খুলে দেওয়ার এক নতুন প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে দ্রুতই৷

সেই সম্ভাবনাতেই নড়েচড়ে বসেছে অনেক সিনেমা নির্মাতা প্রতিষ্ঠানগুলো৷ এরমধ্যেই জানা গেছে বেশ কিছু সিনেমার মুক্তির নতুন তারিখ। তার কিছু মুক্তি পাবে সিনেমা হলে, কিছু আসবে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে৷

৭ মে আসবে দ্য ওয়াটার ম্যান ও এভব সাসপিন, ২৮ মে আসবে ক্রুয়েলা, এ কোয়াইট প্লেস টু, ১১ জুন মুক্তি পাবে ইন দ্য হাইস্ট, ১৮ জুনে আসবে লুকা, ২৫ জুনে ফাস্ট এন্ড ফিউরিয়াস ৯, ৩০ জুনের সিনেমা জোলা।

এছাড়াও ৯ জুলাই মুক্তি পাবে ব্ল্যাক উইডো ও ফরেভার পার্গ, ১৬ জুলাইয়ের দুই সিনেমা হলো স্পেস জ্যাম : নিউ লেগেসি ও স্কেপ রুম টু, ৩০ জুলাই আসবে দ্য গ্রিন নাইট ও জঙ্গল ক্রুইস।

আগস্টের ৬ তারিখ মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা দ্য সুইসাইড স্কোয়াড, ২০ আগস্ট ডেমোনিক এবং ২৭ আগস্ট থেকে দেখা যাবে ক্যান্ডি ম্যান সিনেমাটি৷

ট্যাগস
সর্বাধিক পঠিত

করোনা আতঙ্কেও মুক্তি পাচ্ছে বিগ বাজেটের একঝাঁক সিনেমা

আপডেট সময় ১২:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১

বিনোদন ডেক্স :করোনায় ২০২০ থেকেই বিপর্যস্ত সিনেমা ইন্ডাস্ট্রি। প্রেক্ষাগৃহ বন্ধ হওয়া থেকে শুরু করে শুটিং না হওয়ার কারণে গত দেড় বছরে হলিউডে মুক্তি পায়নি অনেক সিনেমা ৷

সেগুলোর কিছু ঘোষণাতেই আটকে আছে, কিছু সব রেডি হওয়া সত্বেও হলের অভাবে মুক্তি দিতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

তবে ইউরোপে সম্প্রতি করোনা প্রকোপ কিছুটা কমে আসায়, খানিকটা আশার আলো দেখছেন সবাই। চলতি মাসের মধ্যেই ইউরোপের বেশিরভাগ দেশে লকডাউন স্থিতিশীল করা হবে৷ পাশাপাশি প্রেক্ষাগৃহ এবং খেলার মাঠ খুলে দেওয়ার এক নতুন প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে দ্রুতই৷

সেই সম্ভাবনাতেই নড়েচড়ে বসেছে অনেক সিনেমা নির্মাতা প্রতিষ্ঠানগুলো৷ এরমধ্যেই জানা গেছে বেশ কিছু সিনেমার মুক্তির নতুন তারিখ। তার কিছু মুক্তি পাবে সিনেমা হলে, কিছু আসবে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে৷

৭ মে আসবে দ্য ওয়াটার ম্যান ও এভব সাসপিন, ২৮ মে আসবে ক্রুয়েলা, এ কোয়াইট প্লেস টু, ১১ জুন মুক্তি পাবে ইন দ্য হাইস্ট, ১৮ জুনে আসবে লুকা, ২৫ জুনে ফাস্ট এন্ড ফিউরিয়াস ৯, ৩০ জুনের সিনেমা জোলা।

এছাড়াও ৯ জুলাই মুক্তি পাবে ব্ল্যাক উইডো ও ফরেভার পার্গ, ১৬ জুলাইয়ের দুই সিনেমা হলো স্পেস জ্যাম : নিউ লেগেসি ও স্কেপ রুম টু, ৩০ জুলাই আসবে দ্য গ্রিন নাইট ও জঙ্গল ক্রুইস।

আগস্টের ৬ তারিখ মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা দ্য সুইসাইড স্কোয়াড, ২০ আগস্ট ডেমোনিক এবং ২৭ আগস্ট থেকে দেখা যাবে ক্যান্ডি ম্যান সিনেমাটি৷