মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতা এবং জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আধারে এক অসহায় কৃষকের আধাপাকা বোরো ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় রবিবার (১৮ এপ্রিল ) বিকেলে ভূক্তভোগী আলী মুনছুর এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে প্রতিপক্ষ একই গ্রামের জানবক্স, হাসান,নাজমুল, মোফাজ্জল বিদ্যুৎ, তোফাজ্জল, ছহির,কহির এবং আব্দার রাকিবসহ আরো কয়েকজনের নাম উল্লেখ করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানিয়েছেন।
জানাগেছে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে মুনছুর আলী কবলামূলে প্রাপ্ত ১৮ শতক জমির মধ্যে প্রায় ৫ শতক সম্পত্তিতে বোরো ধান রোপণ করেছিলেন।
এরই একপর্যায়ে রবিবার দিবাগত রাতের কোনো এক সময় ওই বিবাদমান জমির ধান কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এতে ওই ভূক্তভোগীর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সরেজমিন গিয়ে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোফাজ্জল বিদ্যুৎসহ অন্যান্যরা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচড়ণ করে বলেন যে, এ বিষয়ে আমরা কোন মন্তব্য করতে রাজি না।
আপনাদের যা করার করেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।