মাহবুবুজ্জামান সেতু, মান্দা, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মদ্যপ অবস্থায় এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার দায়ে চন্দন কুমার প্রামানিক (৩৫) নামে একব্যক্তিকে ০৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত চন্দন প্রামানিক উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়মুল্লুক গ্রামের অমূল্য চন্দ্র প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, চন্দন কুমার মদ্যপ অবস্থায় জয়বাংলার মোড়ে জুয়েলের দোকানে মুক্তিযোদ্ধা সন্তোষ প্রামানিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করে। সংবাদ পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুক্তিযোদ্ধা সন্তোষ প্রামানিককে উদ্ধার করে এবং চন্দনকে আটক করে।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক বলেন, মদপান করার অপরাধ স্বীকার করায় চন্দন কুমারকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।