নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নেপাল ও কিরগিজস্তান অলিম্পিক দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার ফলে মাঠের বাইরে থেকেই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ কিরগিজস্তানকে ১–০ গোলে হারিয়েছে। বাংলাদেশ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাদের পাচ্ছে তা নির্ভর করছে ২৭ মার্চ নেপালের বিপক্ষে ম্যাচের ওপর।
বাংলাদেশ ঐ ম্যাচে হারলে বা ড্র করলে ফাইনালে উঠবে নেপাল। তবে বাংলাদেশের কাছে নেপাল একাধিক গোলের ব্যবধানে হেরে গেলে ২৯ মার্চ বাংলাদেশের বিপক্ষে ফাইনালে দেখা যাবে কিরগিজস্তানকে।