ক্রীড়া ডেক্সঃ আসন্ন কাতার বিশ্বকাপে বাংলাদেশের বাছাই পর্বের ম্যাচ পিছিয়ে যাওয়ায় নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ। সে উপলক্ষে পাঁচ নতুন মুখসহ ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার মতিঝিলস্থ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় দলের প্রধান প্রশিক্ষক জেমি ডে।
আগামী ১৮-২০ মার্চের মধ্যে নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন ফুটবলাররা।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২৩ মার্চ হতে যাচ্ছে। তবে ২১ মার্চ কোলকাতা মোহামেডানের খেলা থাকায় প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না দলের অধিনায়ক ও মাঝ মাঠের ত্রাতা জামাল ভূঁইয়া। পরের ম্যাচগুলোতে অংশ গ্রহণ করতে পারবেন কি না তাও পরিস্কার নয়।
দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের মোহাম্মদ রিমন হোসেন, মোহামেডানে হাবিবুর রহমান সোহাগ। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ থেকে ডাক পেয়েছেন মোহাম্মদ ইমন, মেহেদি হাসান, মেহেদি হাসান।
বাংলাদেশ স্কোয়াডঃ আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসাইন, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, মতিন মিয়া, সাহিদুল আলম, টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, সাদ উদ্দিন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভুইয়া। মোহাম্মদ ইমন, মেহেদী হাসান, আশরাফুল ইসলাম রানা, আব্দুল্লাহ, মানিক হোসাইন মোল্লা, রাকিব হাসান, হাবিবুর রহমান সোহাগ, সুমন রেজা ও মেহেদী হাসান।
স্ট্যান্ডবাই-অনুর্ধ ২৩ঃ
মিতুল মারমা, মোহাম্মদ আতিকুজ্জামান, আবু শাহেদ, রহিম উদ্দিন, ইমরান হোসাইন রিমন, ফয়সাল আহমেদ ও মোহাম্মদ জুয়েল।