ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর ধামইরহাটে নিখোঁজের ১৫ দিন পরও সন্ধান মেলেনি মাদরাসা ছাত্রের

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর ধামইরহাটে নিখোঁজের ১৫ দিন পরও সন্ধান মেলেনি এক মাদরাসা ছাত্রের। নিখোঁজ ছাত্রের নাম মো. আবু সাঈদ (১২)।

সে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রাদ্বিগুন বাজারের অগ্রপর বিহারে বাসিন্দা মো. হাফিজ উদ্দিন বাবুর ছেলে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আবু সাঈদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি সকালে আবু সাঈদ ও তার প্রতিবেশী আব্দুল মমিন (১১) দুজন জেলার মহাদেবপুর উপজেলার মাতাজী পয়নারী হাফেজিয়া মাদরাসা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

তারা ওই মাদরাসার হেফজ শাখার পড়াশুনা করতো। বাস থেকে নেমে মমিন মাদরাসায় গেলেও গামছা, টুপি ও অন্যান্য জিনিস কেনার কথা বলে আবু সাঈদ মাতাজী হাটে যায়।

পরবর্তীতে সে আর মাদরাসায় ফিরে যায়নি। মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো.আজম উদ্দিন মাহমুদ বলেন, মাত্র এ থানায় যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। থানায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

ট্যাগস

নওগাঁর ধামইরহাটে নিখোঁজের ১৫ দিন পরও সন্ধান মেলেনি মাদরাসা ছাত্রের

আপডেট সময় ০৭:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর ধামইরহাটে নিখোঁজের ১৫ দিন পরও সন্ধান মেলেনি এক মাদরাসা ছাত্রের। নিখোঁজ ছাত্রের নাম মো. আবু সাঈদ (১২)।

সে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রাদ্বিগুন বাজারের অগ্রপর বিহারে বাসিন্দা মো. হাফিজ উদ্দিন বাবুর ছেলে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আবু সাঈদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি সকালে আবু সাঈদ ও তার প্রতিবেশী আব্দুল মমিন (১১) দুজন জেলার মহাদেবপুর উপজেলার মাতাজী পয়নারী হাফেজিয়া মাদরাসা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

তারা ওই মাদরাসার হেফজ শাখার পড়াশুনা করতো। বাস থেকে নেমে মমিন মাদরাসায় গেলেও গামছা, টুপি ও অন্যান্য জিনিস কেনার কথা বলে আবু সাঈদ মাতাজী হাটে যায়।

পরবর্তীতে সে আর মাদরাসায় ফিরে যায়নি। মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো.আজম উদ্দিন মাহমুদ বলেন, মাত্র এ থানায় যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। থানায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।