স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁয় চাপাতি দিয়ে কুপিয়ে এক নারীকে (২৭) জখম করে তার হাতের আঙুল বিচ্ছিন্ন করেছে নাজমুল হোসেন (৪২) নামের এক ব্যক্তি।
ওই নারীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (০১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের দয়ালের মোড় হাসপাতাল রোডের দি পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নাজমুল শহরের মাস্টারপাড়া মহল্লার মজিবর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।
প্রত্যক্ষদর্শীর জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় ওই নারী শহরের দয়ালের মোড়ের হাসপাতাল রোড দিয়ে কাজে যাচ্ছিলেন।
পেছন থেকে নাজমুল হোসেন একটি চাপাতি দিয়ে ওই নারীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে তার মাথা ও ঘাড়ে গুরুত্বর জখম হয় এবং ডান হাতের একটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ওই নারীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর স্থানীয়রা নাজমুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা দেখা যায়নি। নাজমুল একজন মাদকসেবীও বলে জানা গেছে।
আটক নজমুল হোসেন বলেন, ‘ওই নারীর স্বামী অনেক আগেই মারা গেছে। ২০১৭ সালে তার সঙ্গে পরিচয় হয়। ওই নারী আমাকে কবিরাজী ওষুধ দিয়ে পাগল করতে চেয়েছিল।
কিন্তু ওষুধে কাজ না হওয়ায় একপর্যায়ে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। তাই ক্ষোভের বসে চাপাতি দিয়ে তাকে মেরে ফেলার জন্য কুপিয়েছি’।
নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ঘটনার পর স্থানীয়রা নাজমুল হোসেনকে আটক করে রেখেছিল। সংবাদ পাওয়ার পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ওই নারীর হাতের একটি আঙুল কাটা পড়েছে। এই কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।