ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত Logo স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Logo চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের Logo ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত Logo সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু Logo নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি Logo পরকীয়ার অভিযোগ, গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী Logo হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু Logo ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব Logo সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে

নওগাঁর বদলগাছীতে সেতু নির্মিত হলেও ভোগান্তিতে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদীর দেউলিয়া (চারমাথা) কাদিবাড়ী ঘাটে ওপর সেতু নির্মিত হলেও সেটি কোনো কাজেই আসছে না। সংযোগ সড়ক না থাকায় সেতুটি নিয়ে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

জানা গেছে, প্রকল্পের সময় সেতুর সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের কোনো বরাদ্দ দেয়া হয়নি। স্থানীয় সংসদ সদস্য নিজ থেকে প্রয়োজনের তুলনায় কম টাকা দিতে চাওয়ায় জমির মালিকরা তা প্রত্যাখান করেছেন। ফলে জমি জটিলতায় কাজে আসছে না সেতুটি।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দেউলিয়া (চারমাথা) কাদিবাড়ী ঘাটে প্রায় ৯০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে পাঁচ কোটি ২১ লাখ ২৭৭ টাকা।

কাজটি করেছেন ‘ইথেন-পিএমপিএল জয়েন ভেঞ্চার’ ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ছয় মাস আগে সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু সেতুর পূর্বপাশে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের (এক বিঘা পাঁচ কাঠা) জমি জটিতলায় সংযোগ সড়কের কাজ থেমে আছে।

সেতুর পূর্বপাশ থেকে দেউলিয়া মোড় পর্যন্ত সরকারি সরু রাস্তা আছে। রাস্তার অনেকটাই বাঁকা। আবার প্রশস্ত করতে রাস্তার দুইপাশে ব্যক্তিমালিকানার পাঁচজনের জমির ওপর পড়বে। সেতু নির্মাণের বরাদ্দ দেয়া হলেও রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণের কোনো বরাদ্দ রাখা হয়নি।

কোনো বরাদ্দ না থাকায় স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার নিজ থেকে এক বিঘা পাঁচ কাঠা জমির জন্য মালিকদের দুই লাখ ৪০ হাজার টাকা দিতে চেয়েছেন। কিন্তু বাজারমূল্যের চেয়ে তা অনেক কম হওয়ায় জমির মালিকরা তাতে রাজি হননি।

জমির মালিক রিয়াজ উদ্দিন বলেন, ইঞ্জিনিয়ার অফিস থেকে জরিপের সময় সেতু থেকে দেউলিয়া মোড় পর্যন্ত কয়েকজন মালিকের প্রায় এক বিঘা পাঁচ কাঠা জমি পড়েছে।

সেখানে আমারও পাঁচ কাঠা আছে। বর্তমানে জমির মূল্য প্রায় ছয় লাখ টাকা বিঘা। কিন্তু স্থানীয় সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার মোট জমির ওপর দুই লাখ ৪০ হাজার টাকা দিতে চেয়েছেন। আমরা সরকারি মূল্যে জমি দিতে চাই। এ কারণে রাস্তার কাজ বন্ধ রয়েছে।

ট্যাগস

রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত

নওগাঁর বদলগাছীতে সেতু নির্মিত হলেও ভোগান্তিতে এলাকাবাসী

আপডেট সময় ০৭:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদীর দেউলিয়া (চারমাথা) কাদিবাড়ী ঘাটে ওপর সেতু নির্মিত হলেও সেটি কোনো কাজেই আসছে না। সংযোগ সড়ক না থাকায় সেতুটি নিয়ে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

জানা গেছে, প্রকল্পের সময় সেতুর সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের কোনো বরাদ্দ দেয়া হয়নি। স্থানীয় সংসদ সদস্য নিজ থেকে প্রয়োজনের তুলনায় কম টাকা দিতে চাওয়ায় জমির মালিকরা তা প্রত্যাখান করেছেন। ফলে জমি জটিলতায় কাজে আসছে না সেতুটি।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দেউলিয়া (চারমাথা) কাদিবাড়ী ঘাটে প্রায় ৯০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে পাঁচ কোটি ২১ লাখ ২৭৭ টাকা।

কাজটি করেছেন ‘ইথেন-পিএমপিএল জয়েন ভেঞ্চার’ ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ছয় মাস আগে সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু সেতুর পূর্বপাশে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের (এক বিঘা পাঁচ কাঠা) জমি জটিতলায় সংযোগ সড়কের কাজ থেমে আছে।

সেতুর পূর্বপাশ থেকে দেউলিয়া মোড় পর্যন্ত সরকারি সরু রাস্তা আছে। রাস্তার অনেকটাই বাঁকা। আবার প্রশস্ত করতে রাস্তার দুইপাশে ব্যক্তিমালিকানার পাঁচজনের জমির ওপর পড়বে। সেতু নির্মাণের বরাদ্দ দেয়া হলেও রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণের কোনো বরাদ্দ রাখা হয়নি।

কোনো বরাদ্দ না থাকায় স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার নিজ থেকে এক বিঘা পাঁচ কাঠা জমির জন্য মালিকদের দুই লাখ ৪০ হাজার টাকা দিতে চেয়েছেন। কিন্তু বাজারমূল্যের চেয়ে তা অনেক কম হওয়ায় জমির মালিকরা তাতে রাজি হননি।

জমির মালিক রিয়াজ উদ্দিন বলেন, ইঞ্জিনিয়ার অফিস থেকে জরিপের সময় সেতু থেকে দেউলিয়া মোড় পর্যন্ত কয়েকজন মালিকের প্রায় এক বিঘা পাঁচ কাঠা জমি পড়েছে।

সেখানে আমারও পাঁচ কাঠা আছে। বর্তমানে জমির মূল্য প্রায় ছয় লাখ টাকা বিঘা। কিন্তু স্থানীয় সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার মোট জমির ওপর দুই লাখ ৪০ হাজার টাকা দিতে চেয়েছেন। আমরা সরকারি মূল্যে জমি দিতে চাই। এ কারণে রাস্তার কাজ বন্ধ রয়েছে।