ক্রীড়া ডেস্ক: করোনা ভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এই টিকা নেন তিনি।
বিসিবির উইমেন্স উইংয়ের কো-অর্ডিনেটর এবং বোর্ড সভাপতির সহকারী তৌহিদ মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। টিকা নেওয়ার পর গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি বিসিবি সভাপতি।
দেশে করোনা টিকা আসার আগে থেকেই এ বিষয়ে বেশ তৎপর ভূমিকা পালন করেছেন নাজমুল হাসান পাপন।
বেক্সিমকো ফার্মাসিউটিউক্যালসের পরিচালক হিসেবে টিকা আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। অন্যান্য কাজে ব্যস্ত থাকায় এতদিন টিকা নিতে পারেননি বিসিবি বস।
এর আগে সংবাদমাধ্যমে বিসিবি সভাপতি জানিয়েছেন, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়সহ জাতীয় পর্যায়ের সকল ক্রিকেটারদের শিগগিরই করোনা টিকা দেয়া হবে। এর মাধ্যমে পূর্ণাঙ্গ পরিসরে দেশের ঘরোয়া ক্রিকেট শুরু করা যাবে।
এর আগে গত সোমবার করোনার টিকা নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন তিনি।