স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকার বন্ধুদের মারপিটে নিহত হামিমের হত্যা কারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোব সমাবেশ করে বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগ, এলাকা বাসি ও সহ-পাঠিরা।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায়, নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা মোড়ে, নিহত হামিমের হত্যার বিচারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ।
সমাবেশে এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা হামিম হত্যার বিচার দাবী করে বক্তব্য রাখেন । এ সময় বক্তারা বলেন, আগামী ৭দিনের মধ্যে আসমিদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে নামবে নওগাঁ জেলা ছাত্রলীগ।
জানা যায় নিহত হামিম “রাজশাহী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র”। গত ৮ ফেব্রুয়ারি নিহত হামিম তার প্রেমিকার সাথে দেখা করতে আসেন নওগাঁ সদরে। এসময় ওই প্রেমিকার তিন বন্ধু, নওগাঁ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হকের ছেলে আসিফ হোসেন সজল (২৯), নওগাঁ শহরের দয়ালের মোড়ের মামুনুর রশিদের ছেলে সুরুজ (২৬) ও নওগাঁ শহরের দয়ালের মোড়ের মতিউর রহমানের ছেলে প্রান্ত (২৭) সহ ৫ থেকে ৭ জন হামিমের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। এক পর্যায়ে আসিফ হোসেন সজল হত্যার উদ্দেশে ইট দিয়ে হামিমের মাথায় আঘাত করেন।
এর পর হামিম কে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং গত ১১ ফেব্রুয়ারি সেখানেই চিকিৎসা-দীন অবস্থায় হামিমের মৃত্যূ হয়।
এঘটনায় নিহত হামিমের পিতা বাদি হয়ে ৭জন কে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ মামলার অন্যতম আসামি “নওগাঁ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হকের ছেলে আসিফ হোসেন সজল” (২৯), কে আটক করে।