ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত Logo স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Logo চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের Logo ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত Logo সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু Logo নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি Logo পরকীয়ার অভিযোগ, গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী Logo হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু Logo ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব Logo সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে

নওগাঁয় ভাইয়ের শাবলের আঘাতে বোন’সহ নিহত-২

নিয়ামতপুর, নওগাঁ প্রতিনিধিঃ  পাগল ভাইএর শাবলের আঘাতে আপন বোনসহ নিহত২।

বুধবার ১০ ফেব্রুয়ারী বেলা আড়াইটায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লক্ষিতাড়া গ্রামের মৃত- নিপেন সিং এর মেয়ে “লিপি রানী” (৩২) ও ভাদরন্ড গ্রামের মৃত- জামিনি কান্তের ছেলে “মনু”(৫৫)।

স্থানিয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা আড়াইটায় লক্ষিতাড়া গ্রামের মৃত নিপেন সিং এর ছেলে প্রদীপ সিং পারিবারিক কলহের জেরে বাক-বতিন্ডার এক পর্যায়ে আপন বোন লিপি রানী (৩২) কে শাবল দিয়ে আঘাত করে।  এমতাবস্তায় পাশে থাকা আরেক প্রতিবেশি ভাদরন্ড গ্রামের মৃত- জামিনি কান্তর ছেলে মনু (৫৫) লিপি রানী কে বাচাতে এগিয়ে আসলে তাকেও একই ভাবে শাবল দিয়ে মাথায় আঘাত করে।

শাবলের আঘাতে দুজনই মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় এলাকাবাসী  “প্রদীপ সিং” কে আটক করে এবং সাথে সাথে থানায় সংবাদ দিলে, পুলিশ  লিপি রানী ও মনুকে ঘটনাস্থল উদ্ধার করে ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।

এসময় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক ডাঃ আহমদুল্লাহ তাদের দুজনকেই মৃত ঘোষনা করেন। তিনি বলেন, লিপি রানী ও মনু ঘটনাস্থলেই মারা যান।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, ঘটনা জানার সাথে সাথে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে যাই এবং লাশ দুটিকে হাসপাতালে পাঠিয়ে দেই ও প্রদীপ সিং কে আটক করে থানায় নিয়ে আসি।

 

ট্যাগস

রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত

নওগাঁয় ভাইয়ের শাবলের আঘাতে বোন’সহ নিহত-২

আপডেট সময় ০৭:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

নিয়ামতপুর, নওগাঁ প্রতিনিধিঃ  পাগল ভাইএর শাবলের আঘাতে আপন বোনসহ নিহত২।

বুধবার ১০ ফেব্রুয়ারী বেলা আড়াইটায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লক্ষিতাড়া গ্রামের মৃত- নিপেন সিং এর মেয়ে “লিপি রানী” (৩২) ও ভাদরন্ড গ্রামের মৃত- জামিনি কান্তের ছেলে “মনু”(৫৫)।

স্থানিয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা আড়াইটায় লক্ষিতাড়া গ্রামের মৃত নিপেন সিং এর ছেলে প্রদীপ সিং পারিবারিক কলহের জেরে বাক-বতিন্ডার এক পর্যায়ে আপন বোন লিপি রানী (৩২) কে শাবল দিয়ে আঘাত করে।  এমতাবস্তায় পাশে থাকা আরেক প্রতিবেশি ভাদরন্ড গ্রামের মৃত- জামিনি কান্তর ছেলে মনু (৫৫) লিপি রানী কে বাচাতে এগিয়ে আসলে তাকেও একই ভাবে শাবল দিয়ে মাথায় আঘাত করে।

শাবলের আঘাতে দুজনই মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় এলাকাবাসী  “প্রদীপ সিং” কে আটক করে এবং সাথে সাথে থানায় সংবাদ দিলে, পুলিশ  লিপি রানী ও মনুকে ঘটনাস্থল উদ্ধার করে ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।

এসময় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক ডাঃ আহমদুল্লাহ তাদের দুজনকেই মৃত ঘোষনা করেন। তিনি বলেন, লিপি রানী ও মনু ঘটনাস্থলেই মারা যান।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, ঘটনা জানার সাথে সাথে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে যাই এবং লাশ দুটিকে হাসপাতালে পাঠিয়ে দেই ও প্রদীপ সিং কে আটক করে থানায় নিয়ে আসি।