স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর মান্দায় ব্যক্তি মালিকানার ভোগদখলীয় সম্পত্তি জবরদখল করে বোরো ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় মান্দা থানায় ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী বরুণ মজুমদার জানান, ঘাটকৈর মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া ১ দশমিক ৭৯ শতক জমি বাবা সত্যেন্দ্রনাথ মজুমদারের জীবদ্দশা থেকে তারা দুই ভাই ভোগদখল করে আসছেন।
সম্প্রতি ওই সম্পত্তি বর্গাচাষি পরিবর্তন করে একই এলাকার মনসুর রহমান নামে আরেক ব্যক্তিকে চাষের জন্য দেওয়া হয়। নতুন বর্গাচাষি ওই সম্পত্তিতে বোরো ধানের চারা রোপণের প্রস্তুতিও নেন।
তিনি অভিযোগ করে বলেন, এ অবস্থায় হঠাৎ করেই রোববার সকালে কালিকাপুর গ্রামের মহাদেব কুন্ডু ও মলয় কুন্ডু এবং ঘাটকৈর গ্রামের মোস্তাফিজুর রহমান, সোহেল রানা ও সবুজের নেতৃত্বে ২৫-৩০ জন ভাড়াটিয়া লোক ওই জমি জবরদখল করে বোরো ধানের চারা রোপণ করেন।
জমির বর্গাচাষি মনসুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধান রোপণ কাজে বাধা প্রদান করলে তাকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তিনি মুঠোফোনে জমির মালিক বরুণ মজুমদারকে বিষয়টি অবহিত করেন।
ঘটনায় বরুণ মজুমদার মহাদেব কুন্ডু, মলয় কুন্ডুসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মান্দা থানা ওসি শাহিনুর রহমান জানান, এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।