ক্রীড়া ডেক্সঃ জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের এপ্রিলে।
প্রায় দুই মাসব্যাপী এই টুর্নামেন্ট নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। বিসিসিআই’র পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হয়েছে।
এরই মধ্যে লিগের আটটি দল খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ভারতীয় বোর্ডে জমা দিয়েছে। ফেব্রুয়ারিতে আইপিএল ২০২১ এর জন্য মিনি-নিলামের পরিকল্পনা করেছে। তবে কোন কোন ভেন্যুতে এবারের আসর অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।
এবারের আসরে ২টি নতুন ফ্র্যাঞ্জাইজি যোগ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে ২০২২ সাল থেকে দুটি দল বেড়ে ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে আইপিএল। ১৪তম আসরে দল থাকবে ৮টিই।
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এই আসরে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।