সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মজিববর্ষ উপলক্ষে বর্তমান সরকারের আশ্রয়ন-২ প্রকল্প (কাবিটা) এর আওতায় সেমিপাকা দোচালা টিনের ঘর পাচ্ছেন নওগাঁর পোরশা উপজেলার ৫৪টি হতদরিদ্র পরিবার।
একেকটি গৃহহীন পরিবার এ বরাদ্দে পাচ্ছেন ১লক্ষ ৭১হাজার টাকা। এতে ২টি বেডরুম, ১টি বাথরুম, ১টি রান্নাঘর, ১টি ষ্টোর রুম ও ১টি বারান্দা নির্মান করা হচ্ছে। ভূমিহীন, অসহায় হতদরিদ্র পরিবার গুলো সরকারের এমন বিশেষ সুবিধা (নতুন ঘর) পেয়ে বেশ আনন্দিত।
রবিবার সরেজমিনে উপজেলার নিতপুর সোভাপুর গ্রামের একজন সুবিধাভোগী মোঃ মুনিরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, দ্রুত গতিতে চলছে গৃহনির্মান এর কাজ।
এসময় মুনিরুল জানান, পরিবারের ছোট ছোট দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে অনেকদিন ধরে ছোট্ট একটি খড়ের বেড়া দিয়ে তৈরি করা কুড়ে ঘরে কষ্টের সাথে বসবাস করে আসছেন। তিনি পরিবারের একমাত্র উপার্যানকারী ব্যক্তি দাবি করে বলেন, দিন মজুর করে কোন রকমে খেয়ে না খেয়ে চলে তার এই অভাবের সংসার। জমি কিনে বাড়ি তৈরি করার স্বপ্ন তার নিকট ছিল এক দুঃস্বপ্নের মতো। অথচ সেখানেই তিনি সরকারি ভাবে বিনামূল্যে একটি ঘর তৈরি করে পেয়ে অনেক খুশি।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন’। একই ভাবে নিতপুর ঋষিপাড়া গ্রামের আরেক সুবিধাভোগী মদন ঋষির বাড়িতে গিয়ে দেখা যায় একই চিত্র। সেখানেও চলছে গৃহনির্মান এর কাজ। তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ মদন ঋষির ছয় সদস্যের পরিবারটি দীর্ঘদিন যাবৎ অন্যের বাড়ির পিছনে টিনের চালা টাঙিয়ে বসবাস করছেন। এমতাবস্থায় সরকারের এমন সুবিধা নুতন ঘর পেয়ে বেশ আনন্দিত ও উচ্ছাসিত মদন ঋষির পরিবারের লোকজন।
এছাড়াও বিনামূল্যে মাথা গোঁজবার মতো নতুন ঘর পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্যান্য সুবিধাভোগী হতদরিদ্র পরিবারের সদস্যরা।
বাসের উপযোগী ঘর পেয়ে সুবিধা বঞ্চিত মানুষজনের যথেষ্ট উপকার হচ্ছে জানিয়ে প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, ‘ আসছে আগামী নতুন বছর (২০২১) ১০জানুয়ারীর মধ্যে নির্মানাধীন ৫৪টি ঘর এর নির্মান কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে।
সরকারি নিয়মানুযায়ী তালিকাভূক্ত সকল ভূমিহীণ, গৃহহীণদের বাড়ি এবং সেই জমি তাদের নামে বন্দোবস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।
এর পর মাননীয় প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করবেন বলেও জানান তিনি।