ক্রীড়া ডেক্সঃ বিপিএল না হলেও বিপিএলের সব ধরনের উপাদানই থাকছে এবারের বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে। প্রতিযোগি দল ৫টি। প্রতিটি দলই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের বিরুদ্ধে ২বার করে মুখোমুখি হবে। যদিও করোনার কারণে সবগুলো খেলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে, ক্রিকেটারদের বায়ো-বাবল তথা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে প্রবেশ করিয়ে এরপর আয়োজন করা হচ্ছে এবারের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
মাঠে খেলা অনুষ্ঠিত হবে পুরোপুরি দর্শকহীন পরিবেশে। তবে, খেলাগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে বিসিবি।
সম্পূর্ণ দেশীয় তারকা নির্ভর একটি টুর্নামেন্ট। কোনো বিদেশি ক্রিকেটার নেই। বিসিবির প্রত্যাশা, দেশী তারকাদের নিয়ে আয়োজন করা হলেও এই টুর্নামেন্ট যথেষ্ট সাড়া ফেলবে।
প্রতিদিন খেলা হবে ২টি করে। দুপুর দেড়টায় শুরু হবে প্রথম ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। তবে প্রতিদিনের খেলার পর একদিন করে বিরতি রাখা হয়েছে সূচিতে।
এবার দেখে নিন বঙ্গবন্ধু কাপ বিপিএলেল পূর্ণাঙ্গ সূচি
তারিখ | ম্যাচ | সময় |
২৪ নভে. | ঢাকা-রাজশাহী | দুপুর ১.৩০টা |
২৪ নভে. | বরিশাল-খুলনা | সন্ধ্যা ৬.৩০টা |
২৬ নভে. | খুলনা-রাজশাহী | দুপুর ১.৩০টা |
২৬ নভে. | ঢাকা-চট্টগ্রাম | সন্ধ্যা ৬.৩০টা |
২৮ নভে. | চট্টগ্রাম-খুলনা | দুপুর ১.৩০টা |
২৮ নভে. | বরিশাল-রাজশাহী | সন্ধ্যা ৬.৩০টা |
৩০ নভে. | বরিশাল-চট্টগ্রাম | দুপুর ১.৩০টা |
৩০ নভে. | ঢাকা-খুলনা | সন্ধ্যা ৬.৩০টা |
২ ডিসে. | ঢাকা-বরিশাল | দুপুর ১.৩০টা |
২ ডিসে. | চট্টগ্রাম-রাজশাহী | সন্ধ্যা ৬.৩০টা |
৪ ডিসে. | বরিশাল-খুলনা | দুপুর ১.৩০টা |
৪ ডিসে. | ঢাকা-রাজশাহী | সন্ধ্যা ৬.৩০টা |
৬ ডিসে. | ঢাকা-চট্টগ্রাম | দুপুর ১.৩০টা |
৬ ডিসে. | খুলনা-রাজশাহী | সন্ধ্যা ৬.৩০টা |
৮ ডিসে. | বরিশাল-রাজশাহী | দুপুর ১.৩০টা |
৮ ডিসে. | চট্টগ্রাম-খুলনা | সন্ধ্যা ৬.৩০টা |
১০ ডিসে. | ঢাকা-খুলনা | দুপুর ১.৩০টা |
১০ ডিসে. | বরিশাল-চট্টগ্রাম | সন্ধ্যা ৬.৩০টা |
১২ ডিসে. | চট্টগ্রাম-রাজশাহী | দুপুর ১.৩০টা |
১২ ডিসে. | ঢাকা-বরিশাল | সন্ধ্যা ৬.৩০টা |
১৪ ডিসে. | ইলিমিনেটর | দুপুর ১.৩০টা |
১৪ ডিসে. | ১ম কোয়ালিফায়ার | সন্ধ্যা ৬.৩০টা |
১৫ ডিসে. | ২য় কোয়ালিফায়ার | সন্ধ্যা ৬.৩০টা |
১৮ ডিসে. | ফাইনাল | সন্ধ্যা ৭.০০টা |