গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে আলী হোসেন (৫৪) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার ফরিদপুরের নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলী হোসেন ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। আলী হোসেনের পরিবার জানায়, শনিবার বিকালে বাড়ীর পাশে নলেয়া নদীতে গরুকে-
গোসল করাতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। রবিবার সকালে নদীর ধারে একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।