ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে প্রাইভেটকার চাপায় নারী শ্রমিক নিহত

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় প্রাইভেটকার চাপায় সান্তনা রানি (৩০) নামে এক নারী পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই নারী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- টাঙ্গাইলের মধুপুর-

থানার পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মণের স্ত্রী সান্তনা রানি। তিনি গাজীপুরে বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান জানান, সকালে কারখানায় যাওয়ার পথে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন সান্তনা।

এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আরো দুই নারী আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

গাজীপুরে প্রাইভেটকার চাপায় নারী শ্রমিক নিহত

আপডেট সময় ১১:০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় প্রাইভেটকার চাপায় সান্তনা রানি (৩০) নামে এক নারী পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই নারী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- টাঙ্গাইলের মধুপুর-

থানার পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মণের স্ত্রী সান্তনা রানি। তিনি গাজীপুরে বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান জানান, সকালে কারখানায় যাওয়ার পথে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন সান্তনা।

এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আরো দুই নারী আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।