ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে Logo মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল Logo খুলনায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার Logo ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে মাইলস্টোনের শিক্ষার্থী তাসনিয়া Logo ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে: সিইসি Logo দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫ Logo নির্বাচন ফেব্রুয়ারিতে,পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না,ড. মুহাম্মদ ইউনূস Logo পরীক্ষার ফি না দেওয়ায় বহিষ্কার, ছোট্ট সুরাইয়ার পাশে দাঁড়াল ইকরা সুন্নাহ ফাউন্ডেশন Logo বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার (০৫ মে) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা ও সোমবার (০৪ মে) গভীর রাতে একই মহাসড়কের রৌহাটি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সলঙ্গা থানার রৌহাটি গ্রামের কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম পাষান আলী (৫০) ও রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক ইসমাইল হোসেন (৪৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আহসান হাবীব জানান, মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেন মারা যান। এতে আহত হন ভ্যানের একজন যাত্রী। খবর পেয়ে আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার গভীর রাতে একই মহাসড়কের রৌহাটি উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসচাপায় মসজিদের ইমাম পাষান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সকালে চান্দাইকোনা এলাকায় একটি দুর্ঘটনার খবর শুনেছি তবে কেউ মারা গেছে কিনা জানা নেই। এছাড়া রাতে রৌহাটি এলাকার দুর্ঘটনার খবর জানা নেই উল্লেখ করে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগস

সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০১:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার (০৫ মে) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা ও সোমবার (০৪ মে) গভীর রাতে একই মহাসড়কের রৌহাটি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সলঙ্গা থানার রৌহাটি গ্রামের কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম পাষান আলী (৫০) ও রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক ইসমাইল হোসেন (৪৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আহসান হাবীব জানান, মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেন মারা যান। এতে আহত হন ভ্যানের একজন যাত্রী। খবর পেয়ে আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার গভীর রাতে একই মহাসড়কের রৌহাটি উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসচাপায় মসজিদের ইমাম পাষান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সকালে চান্দাইকোনা এলাকায় একটি দুর্ঘটনার খবর শুনেছি তবে কেউ মারা গেছে কিনা জানা নেই। এছাড়া রাতে রৌহাটি এলাকার দুর্ঘটনার খবর জানা নেই উল্লেখ করে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।