স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৪।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশন এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরর সক্রিয় সদস্য এইচ এম সানাউল্লাহ সবুজকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এইচ এম সানাউল্লাহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। তার কাছ থেকে হিযবুত তাহরীর লিফলেট, বিজ্ঞপ্তি, হিযবুত তাহরীর সম্বন্ধীয় লেখা এবং মতবাদ ও বই এর সফট কপি উদ্ধার করা হয়।