স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁয় নতুন করে আরও ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে নিশ্চিত করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ।
ডা. মনজুর এ মোর্শেদ জানান, মঙ্গলবার রাতে ইমেইলের মাধ্যমে এ রিপোর্ট পেয়েছেন।
যেখানে ২২২ জনের নমুনার মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে
সাপাহারে ২ জন,
রানীনগরে ৫ জন,
মহাদেবপুরে ২ জন,
পোরশায় ১ জন,
মান্দায় ২ জন ও
আত্রাইয়ে ৩ জন
করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো।