নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) নিরাপত্তায় নিয়োজিত গানম্যান করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর আগে জেলা প্রশাসনের আরও ৪ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) সেলিম রেজা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া ওই গানম্যান করোনায় আক্রান্ত হয়েছেন বলে তার পরিবার, জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রেও জানা গেছে।
কিছুদিন আগে জেলা প্রশাসনের চারজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা আইসোলেশনে আছেন। তারও আগে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এডিসি সেলিম রেজা জানান, ওই গানম্যান করোনা ভাইরাসে আক্রান্তের কথা শুনেছি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আর আমাদের চারজন কর্মকর্তা আইসোলেশনে রয়েছেন, তারা ভালো আছেন।