ঘাটাইল(টাংগাইল) প্রতিনিধি : ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষ সরকারি ত্রাণের সহায়তা না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মহীন মানুষেরা ।
সোমবার (২৭এপ্রিল) বেলা ১১ টায় শত শত নারী-পুরুষ টাংগাইল-ময়মনসিংহ মহা সড়কে পোরাবাড়ী নামক স্থানে বিক্ষোভ করে ।বিক্ষোভকারীরা জানায়,করোনার কারণে সরকারের নির্দেশে আমরা কাজকর্ম ছেড়ে ঘরে বসে আছি ।
তারা অভিযোগ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা কোন খোঁজ খবর রাখে না।তাই তারা ক্ষুধার জ্বালায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন ।
এসময় মহা সড়ক অবরোধের সংবাদ পেয়ে ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ,উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু ও ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম ঘটনা স্থলে উপস্থিত হন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার সকলকে ঘরে ঘরে ত্রাণ পৌছে দেওয়ার আশ্বাস দেন ।
পরে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু ও ওসি মাকসুদুল দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রফিক ইসলামকে সাথে নিয়ে ত্রাণ সহযোগিতার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন ।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।