ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ধা‌ন ক্ষেতে স্কুলছা‌ত্রের গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও থানা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ    ঠাকুরগাঁও‌য়ে স্কুল পড়ুয়া এক ছা‌ত্রের গলাকাটা লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।শ‌নিবার সকা‌লে সদর উপ‌জেলার বেগুনবাড়ী ইউ‌নিয়‌নের প‌শ্চিম ভোপলা ১ নম্বর ওয়া‌র্ডে রা‌সেল(১৫) না‌মে ওই ছা‌ত্রের গলাকাটা লাশ ধান ক্ষেত থে‌কে উদ্ধার ক‌রে পু‌লিশ।

‌নিহত রা‌সেল প‌শ্চিম ভোপলা গ্রা‌মের সা‌দেকুল ইসলামের ছে‌লে। সে বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়তো ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্থানীয়রা।

ভোপলা ওয়া‌র্ডের স্থানীয় ইউপি সদস্য দুলাল হো‌সেন ব‌লেন,শুক্রবার (২৪ এপ্রিল) রা‌তে রা‌সেল নি‌খোঁজ হ‌য়ে‌ছিল। প‌রিবা‌রের সদস‌্যরা তা‌কে অনেক খুঁজেও পায়‌নি।

শনিবার সকা‌লে নিহত ছা‌ত্রের চাচা ইয়াকুব আলী বাড়ীর পাঁশে ঘাস কাট‌তে গি‌য়ে ধা‌ন ক্ষেতে তার লাশ দেখ‌তে পায়। প‌রে তি‌নি ঘটনা‌টি স্থানীয় থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার ক‌রে মর্গে পাঠায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারভীরুল ইসলাম ব‌লেন, ময়নাতদন্তের পর হত‌্যার রহস‌্য বের হ‌বে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলেও জানান এ কর্মকর্তা।

 

ট্যাগস
সর্বাধিক পঠিত

ঠাকুরগাঁওয়ে ধা‌ন ক্ষেতে স্কুলছা‌ত্রের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ    ঠাকুরগাঁও‌য়ে স্কুল পড়ুয়া এক ছা‌ত্রের গলাকাটা লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।শ‌নিবার সকা‌লে সদর উপ‌জেলার বেগুনবাড়ী ইউ‌নিয়‌নের প‌শ্চিম ভোপলা ১ নম্বর ওয়া‌র্ডে রা‌সেল(১৫) না‌মে ওই ছা‌ত্রের গলাকাটা লাশ ধান ক্ষেত থে‌কে উদ্ধার ক‌রে পু‌লিশ।

‌নিহত রা‌সেল প‌শ্চিম ভোপলা গ্রা‌মের সা‌দেকুল ইসলামের ছে‌লে। সে বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়তো ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্থানীয়রা।

ভোপলা ওয়া‌র্ডের স্থানীয় ইউপি সদস্য দুলাল হো‌সেন ব‌লেন,শুক্রবার (২৪ এপ্রিল) রা‌তে রা‌সেল নি‌খোঁজ হ‌য়ে‌ছিল। প‌রিবা‌রের সদস‌্যরা তা‌কে অনেক খুঁজেও পায়‌নি।

শনিবার সকা‌লে নিহত ছা‌ত্রের চাচা ইয়াকুব আলী বাড়ীর পাঁশে ঘাস কাট‌তে গি‌য়ে ধা‌ন ক্ষেতে তার লাশ দেখ‌তে পায়। প‌রে তি‌নি ঘটনা‌টি স্থানীয় থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার ক‌রে মর্গে পাঠায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারভীরুল ইসলাম ব‌লেন, ময়নাতদন্তের পর হত‌্যার রহস‌্য বের হ‌বে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলেও জানান এ কর্মকর্তা।