ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ধান ক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

ধান ক্ষেতে পরে আছে নিহত রাসেল এর মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে ধান ক্ষেত থেকে রাসেল নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম ভোপলা গ্রামের একটি ধান ক্ষেত থেকে ওই স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দূর্বৃত্তরা রাসেলকে অমানবিকভাবে খুন করে ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

নিহত রাসেল (১৪) সে ওই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে ও বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়তো । আগের রাত থেকে সে নিখোঁজ ছিল বলে জানায় তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা স্কুলছাত্রের লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, কি কারণে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে ও কারা এর সাথে জড়িত তা তদন্তের পর জানা যাবে। আমরা দ্রুতার সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেস্টা করছি।

এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

ঠাকুরগাঁওয়ে ধান ক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় ০২:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে ধান ক্ষেত থেকে রাসেল নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম ভোপলা গ্রামের একটি ধান ক্ষেত থেকে ওই স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দূর্বৃত্তরা রাসেলকে অমানবিকভাবে খুন করে ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

নিহত রাসেল (১৪) সে ওই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে ও বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়তো । আগের রাত থেকে সে নিখোঁজ ছিল বলে জানায় তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা স্কুলছাত্রের লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, কি কারণে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে ও কারা এর সাথে জড়িত তা তদন্তের পর জানা যাবে। আমরা দ্রুতার সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেস্টা করছি।

এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।