ফেনী প্রতিনিধিঃ ফেনীতে এক গৃহবধূকে অচেতন করে ধর্ষণ করার অভিযোগে নজরুল ইসলাম টিপু (৩০) নামে এক যুবদল নেতাকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।
বুধবার (২২ এপ্রিল)বিষয়টি নিশ্চিত করে ফেনীস্থ র্যাব-৭’র কমান্ডার নুরুজ্জামান জানান, যুবদল নেতা নজরুল ইসলাম টিপু ওই গৃহবধূর বাসায় ঢুকে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে নাকে রুমাল চেপে অজ্ঞান করে গৃহবধূকে ধর্ষণ করে তার ভিডিও-ছবি ধারণ করে।
পরে ভিডিও সহ ছবিগুলো গৃহবধূ’র স্বামীকে দেখাবে এবং সামাজিক মাধ্যমে ছেড়ে ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধর্ষণ চালায় ও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আরো টাকার দাবি করে আসছিলো সে।
উক্ত ঘটনায় গত ৫ এপ্রিল ওই ভুক্তভোগী গৃহবধূ র্যাব ৭’র ফেনীস্থ মহিপাল ক্যাম্পে অভিযোগ দিলে র্যবের একটি দল ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে।
ঘটনার সত্যতা পেয়ে র্যাব অভিযান চালিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের রেনেসাঁ টাওয়ারের সপ্তম তলার নিজ বাসা থেকে টিপুকে আটক করে ওই গৃহবধূর মুখোমুখি করলে দোষ স্বীকার করেন টিপু।
আটককৃত টিপু শাহীন একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মোস্তফার ছেলে ও জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক। র্যাব আরো জানায়, আটককৃত টিপুর বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। ধর্ষণ ও অর্থ আত্মসাতের ঘটনায় নতুন আরেকটি মামলা করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার বলেন, ঘটনাটি দলীয়ভাবে তদন্ত করা হবে। সে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।