ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ঢাকার সাভারে বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ Logo স্ত্রীসহ সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের নামে মামলা Logo অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত! Logo শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo উপজেলা মহিলা দলের কমিটিতে আ. লীগের ২ নেত্রী Logo ব্রাজিলে একটি প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১০ Logo সৌদি আরবে অবৈধ ২০ হাজার অভিবাসী গ্রেফতার Logo মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত উপদেষ্টা হাসান আরিফ Logo সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর Logo ৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান

মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে মানুষকে বাড়ি যেতে বলায় দুই যুবককে গণপিটুনি

আটককৃত দুই যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পুলিশ পরিচয়ে টহলরত সন্দেহভাজন দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২২ এপ্রিল) সকালে বিন্দুসার কোল্ড স্টোরের সামনে এই ঘটনা ঘটে৷ পরে দুপুরে আটককৃত ওই দুই ব্যক্তিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।

আটককৃতরা হলেন- সদর উপজেলার দয়ালবাজার গ্রামের প্রয়াত সিরাজ মিয়ার ছেলে শান্ত মিয়া (২০) ও একই উপজেলার দশকানি গ্রামের মোহন মিয়ার ছেলে সোহান মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পুলিশ পরিচয়ে লাঠি হাতে ওই দুই ব্যক্তি উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বিন্দুসার এলাকায় রাস্তায় চলাচলকারী লোকজনকে করোনার ভয় দেখিয়ে বাড়ি যাওয়ার জন্য শাসন করছিলেন।

মাঝে মাঝে লাঠি দিয়ে মারতেও উদ্যত হচ্ছিলেন। পরে এলাকাবাসী তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা কখনও পুলিশ কখনও স্বেচ্ছাসেবক বলে জানান এবং ওই এলাকার লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ খবর দেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, আটক দুজন কখনও পুলিশ কখনও স্বেচ্ছাসেবক বেশে এলাকার লোকজনকে লাঠি হাতে ঘরে থাকার জন্য শাসন করছিলেন। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের আটক করে পুলিশ খবর দিলে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

 

ট্যাগস
সর্বাধিক পঠিত

ঢাকার সাভারে বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে মানুষকে বাড়ি যেতে বলায় দুই যুবককে গণপিটুনি

আপডেট সময় ১২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পুলিশ পরিচয়ে টহলরত সন্দেহভাজন দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২২ এপ্রিল) সকালে বিন্দুসার কোল্ড স্টোরের সামনে এই ঘটনা ঘটে৷ পরে দুপুরে আটককৃত ওই দুই ব্যক্তিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।

আটককৃতরা হলেন- সদর উপজেলার দয়ালবাজার গ্রামের প্রয়াত সিরাজ মিয়ার ছেলে শান্ত মিয়া (২০) ও একই উপজেলার দশকানি গ্রামের মোহন মিয়ার ছেলে সোহান মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পুলিশ পরিচয়ে লাঠি হাতে ওই দুই ব্যক্তি উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বিন্দুসার এলাকায় রাস্তায় চলাচলকারী লোকজনকে করোনার ভয় দেখিয়ে বাড়ি যাওয়ার জন্য শাসন করছিলেন।

মাঝে মাঝে লাঠি দিয়ে মারতেও উদ্যত হচ্ছিলেন। পরে এলাকাবাসী তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা কখনও পুলিশ কখনও স্বেচ্ছাসেবক বলে জানান এবং ওই এলাকার লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ খবর দেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, আটক দুজন কখনও পুলিশ কখনও স্বেচ্ছাসেবক বেশে এলাকার লোকজনকে লাঠি হাতে ঘরে থাকার জন্য শাসন করছিলেন। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের আটক করে পুলিশ খবর দিলে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।