স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক-শ্রীকৃষ্ণ গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আঁখি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আখিঁ চক-শ্রীকৃষ্ণ গ্রামের হারুনের স্ত্রী।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, জেলার নিয়ামতপুর উপজেলার কানইল গ্রামে তারা মুনি (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তারা মুনি ওই গ্রামের ভুট্টো মিয়ার স্ত্রী।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, দুপুরে স্বামী-স্ত্রীর মধ্য পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে তারা মুনিকে মারধর করে ভুট্টো মিয়া।
মারধরের একপর্যায়ে মারা যান তারা মুনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ভুট্টো মিয়াকে আটক করা যায়নি। এ বিষয়ে মেয়ের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
অপরদিকে, জেলার নিয়ামতপুর উপজেলা বাজারের পশু হাসপাতাল এলাকায় বজ্রপাতে ওয়াহেদ শিমুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে বাড়ির পাশে জমি মাপার কাজ করতেছিল তিনি। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া, জেলার মান্দা উপজেলার কুলিহার গ্ৰামে ময়নুল হোসেন (৩২) নামে একজন বজ্রপাতে মারা গেছে। ময়নুল ওই গ্রামের তাহের মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে কুলিহার বাজার থেকে বাড়িতে ফিরছিলেন ময়নুল হোসেন। এসময় রাস্তার মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।