নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।মঙ্গলবার (২১ এপ্রিল) ওই কিশোরী রূপগঞ্জ থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এর আগে উপজেলার দক্ষিণ কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ দায়ের করা শিক্ষার্থী জানান, উপজেলার দক্ষিণ কেরাব এলাকার কবির হোসেনের ছেলে ইব্রাহিম মিয়া ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।
এরপর গত এক বছর ধরে ইব্রাহিম মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করতে থাকে।
গত ১৯ এপ্রিল রাতে ধর্ষক ওই শিক্ষার্থীকে তার বাড়ির পাশে দেখা করতে বলেন। কথা মতো ওই শিক্ষার্থী বাড়ির পাশে নির্জন স্থানে গেলে ইব্রাহিম মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।