মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে আগুন লেগে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার গভীর রাতে রাজৈর পৌরসভার দক্ষিন রাজৈর গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ওই গ্রামের পরিতোষ বালার রান্নঘর থেকে প্রথমে আগুনে সূত্রপাত হয়।
মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের ৫টি বসতঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে রাজৈর ফায়ার সার্ভিস কর্মীরা একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ৫টি বসতঘর। এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে রাজৈর পৌরসভার মেয়র শামিম নেওয়াজ মুন্সীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
রাজৈর উপজেলা ফায়ার সার্ভিস সার্ভিস কর্মকর্তা হিরণ মন্ডল জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে, ক্ষয়-ক্ষতির পরিমান তাৎক্ষনিক কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।