মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে।
ওই যুবক উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল এলাকার বাসিন্দা। তার বাবা-মা সাগরনাল চা বাগানের শ্রমিক।রোববার (১৯ এপ্রিল) দিনগত রাতে করোনার প্রাথমিক উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলায় একটি গরুর খামারে কাজ করতেন। শারীরিক অসুস্থতার কারণে প্রায় ১৩ দিন আগে তিনি বাড়িতে আসেন।
এতদিন বিভিন্ন অসুস্থতায় ভুগে রোববার রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বনিক বলেন, খবর পেয়ে নমুনা সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
নমুনা পরীক্ষার ফলাফল এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন কিনা। আর সংক্রমণ এড়াতে পুরো এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে।